ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় পাহাড় ধসে নিহত ৭, নিখোঁজ ৮২ তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,এটাকে হাইপার প্রোপাগান্ডা বলে : রিজভী আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না: জামায়াত আমির ‘যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন, তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন’:হাসনাত চট্টগ্রামের স্বপ্ন ভেঙে ফের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স অভিবাসন নীতি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জাতিসংঘের দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’:রেজাউল করিম ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস

বিনে পয়সায় ব্যবহার করা যাবে না গুগল ফটোস

আকাশ আইসিটি ডেস্ক :

গুগল ফটোস মূলত একটি অনলাইন টুল। আর এই টুলটি গুগল ক্লাউড সার্ভারের সঙ্গে ইন্টিগ্রেড করা। যখনই কোন ইউজার গুগল ফটোসে কোন ফটো আপলোড করে, তখনই এই টুলটি ফটোটিকে ক্লাউড সার্ভারে পাঠিয়ে দেয় এবং সার্ভার সেটিকে সংরক্ষণ করে ফেলে। বর্তমানে গুগল ফটোসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ১০২ কোটি ছবি স্টোর করা হয়। গুগল তার ফোটো এডিটিং স্যুট আরও উন্নত করতে চলেছে। পাশাপাশিই এবার থেকে গুগল ফটোস -এর কালার পপ অপশন ব্যবহার করতে গেলে গ্যাটের কড়িও খরচ করতে হবে গ্রাহকদের।

গত মাসেই অ্যানড্রয়েড ইউজারদের জন্য সাজেশনসহ নতুন এডিটিং অপশন নিয়ে হাজির হয়েছিল গুগল। গুগল ফটোসের সেই ফিচারে ব্যবহারকারীরা ছবি এডিটও করতে পারছিলেন। ছবির লুক আরও চাকচিক্যবহুল করতে সেখানে কালার পপ অপশনও যোগ করা হয়েছিল। এবার এই কালার পপ ফিচারে আরও বেশি করে ছবি অ্যাড করা যাবে বলে জানানো হল গুগল-এর তরফে।

পাশাপাশি জানানো হল যে, গুগল ফটোস-এর এই কালার পপ অপশন ব্যবহার করতে গেলে এবার থেকে ইউজারকে টাকাও দিতে হবে। আর তার জন্য গুগল ফটোস ব্যবহারকারীকে গুগল ওয়ান-এর সাবস্ক্রিপশন কিনতে হবে। এছাড়া আরও জানা গিয়েছে যে, কিছু দিনের মধ্যেই এই গুগল ফটোস-এর এই কালার পপ অপশনে আরও নানাবিধ ফিচার্স যোগ করা হবে।

গুগল ওয়ান পে ওয়ালে যে, গুগল ফটোস-এর এই কালার পপ ফিচারটি লক করা হয়েছে, তা সর্বপ্রথম ট্যুইট করেন এক্সডিএ ডেভেলপার-এর মিশাল রহমান। আর তারপরই গুগল-এর তরফে বিষয়টি নিশ্চিত করে জানিয়ে বলা হয় যে, ডেপথ ইনফরমেশনে এখনও ফ্রি-তেই গুগল ফটোস-এর এই কালার পপ ফিচার ব্যবহার করা যাবে। কিন্তু পোর্ট্রেইট নয় বা ছবিতে অনেকে রয়েছেন বা কোনও ল্যান্ডস্কেপ– এমনতর ফোটোর ক্ষেত্রে এই ফিচার ব্যবহার করতে গেলে, ইউজারকে গুগল ওয়ান সাবস্ক্রাইব করতে হবে।

গুগল-এর পক্ষ থেকে বিষয়টি নিয়ে বলা হচ্ছে, ‘ গুগল ফটোস -এর এই কালার পপ ফিচারটি যে কোনও মানুষের জন্য ফ্রি-তেই উপলব্ধ। ডেপথ ইনফরমেশন, যেমন পোর্ট্রেইট মোডের যে কোনও ছবি তুলে তা ফ্রি-তেই এডিট করা যাবে। তবে বহু ছবির জন্য গুগল ফটোস-এর ইউজারদের গুগল ওয়ান সাবস্ক্রাইব করতে হবে।’

গুগল ফটোস-এ ভবিষ্যতে আরও বেশ কিছু প্রিমিয়াম ফিচার যোগ করতে চলেছে গুগল। এক্সডিএ ডেভেলপারেরা গুগল ফটোস ৫.১৮ আপডেটের কোডে প্রবেশ করে দেখতে পান যে, প্রিমিয়াম এডিটিং ট্যুল নিয়ে কাজ করছে গুগল। আর সেই এডিটিং ট্যুল এখন গুগল ওয়ান মেম্বারশীপ-এর আওতায়। যদিও নতুন এডিটিং ট্যুলে আর কী কী যোগ করা হতে পারে, তা নিয়ে এখনও অবধি কিছুই জানানো হয়নি গুগলের পক্ষে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরাইল, সতর্ক করল তুরস্ক

বিনে পয়সায় ব্যবহার করা যাবে না গুগল ফটোস

আপডেট সময় ০৯:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০

আকাশ আইসিটি ডেস্ক :

গুগল ফটোস মূলত একটি অনলাইন টুল। আর এই টুলটি গুগল ক্লাউড সার্ভারের সঙ্গে ইন্টিগ্রেড করা। যখনই কোন ইউজার গুগল ফটোসে কোন ফটো আপলোড করে, তখনই এই টুলটি ফটোটিকে ক্লাউড সার্ভারে পাঠিয়ে দেয় এবং সার্ভার সেটিকে সংরক্ষণ করে ফেলে। বর্তমানে গুগল ফটোসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ১০২ কোটি ছবি স্টোর করা হয়। গুগল তার ফোটো এডিটিং স্যুট আরও উন্নত করতে চলেছে। পাশাপাশিই এবার থেকে গুগল ফটোস -এর কালার পপ অপশন ব্যবহার করতে গেলে গ্যাটের কড়িও খরচ করতে হবে গ্রাহকদের।

গত মাসেই অ্যানড্রয়েড ইউজারদের জন্য সাজেশনসহ নতুন এডিটিং অপশন নিয়ে হাজির হয়েছিল গুগল। গুগল ফটোসের সেই ফিচারে ব্যবহারকারীরা ছবি এডিটও করতে পারছিলেন। ছবির লুক আরও চাকচিক্যবহুল করতে সেখানে কালার পপ অপশনও যোগ করা হয়েছিল। এবার এই কালার পপ ফিচারে আরও বেশি করে ছবি অ্যাড করা যাবে বলে জানানো হল গুগল-এর তরফে।

পাশাপাশি জানানো হল যে, গুগল ফটোস-এর এই কালার পপ অপশন ব্যবহার করতে গেলে এবার থেকে ইউজারকে টাকাও দিতে হবে। আর তার জন্য গুগল ফটোস ব্যবহারকারীকে গুগল ওয়ান-এর সাবস্ক্রিপশন কিনতে হবে। এছাড়া আরও জানা গিয়েছে যে, কিছু দিনের মধ্যেই এই গুগল ফটোস-এর এই কালার পপ অপশনে আরও নানাবিধ ফিচার্স যোগ করা হবে।

গুগল ওয়ান পে ওয়ালে যে, গুগল ফটোস-এর এই কালার পপ ফিচারটি লক করা হয়েছে, তা সর্বপ্রথম ট্যুইট করেন এক্সডিএ ডেভেলপার-এর মিশাল রহমান। আর তারপরই গুগল-এর তরফে বিষয়টি নিশ্চিত করে জানিয়ে বলা হয় যে, ডেপথ ইনফরমেশনে এখনও ফ্রি-তেই গুগল ফটোস-এর এই কালার পপ ফিচার ব্যবহার করা যাবে। কিন্তু পোর্ট্রেইট নয় বা ছবিতে অনেকে রয়েছেন বা কোনও ল্যান্ডস্কেপ– এমনতর ফোটোর ক্ষেত্রে এই ফিচার ব্যবহার করতে গেলে, ইউজারকে গুগল ওয়ান সাবস্ক্রাইব করতে হবে।

গুগল-এর পক্ষ থেকে বিষয়টি নিয়ে বলা হচ্ছে, ‘ গুগল ফটোস -এর এই কালার পপ ফিচারটি যে কোনও মানুষের জন্য ফ্রি-তেই উপলব্ধ। ডেপথ ইনফরমেশন, যেমন পোর্ট্রেইট মোডের যে কোনও ছবি তুলে তা ফ্রি-তেই এডিট করা যাবে। তবে বহু ছবির জন্য গুগল ফটোস-এর ইউজারদের গুগল ওয়ান সাবস্ক্রাইব করতে হবে।’

গুগল ফটোস-এ ভবিষ্যতে আরও বেশ কিছু প্রিমিয়াম ফিচার যোগ করতে চলেছে গুগল। এক্সডিএ ডেভেলপারেরা গুগল ফটোস ৫.১৮ আপডেটের কোডে প্রবেশ করে দেখতে পান যে, প্রিমিয়াম এডিটিং ট্যুল নিয়ে কাজ করছে গুগল। আর সেই এডিটিং ট্যুল এখন গুগল ওয়ান মেম্বারশীপ-এর আওতায়। যদিও নতুন এডিটিং ট্যুলে আর কী কী যোগ করা হতে পারে, তা নিয়ে এখনও অবধি কিছুই জানানো হয়নি গুগলের পক্ষে।