ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদে পানির সন্ধান পাওয়ার দাবি নাসার

আকাশ নিউজ ডেস্ক: 

চাঁদে পানির সন্ধান পাওয়ার দাবি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসার বিজ্ঞানীরা নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত পৃথক দুই গবেষণা প্রবন্ধে এ সংক্রান্ত তথ্যপ্রমাণ হাজির করেছেন। খবর আলজাজিরা ও বিবিসির।

আগে ধারণা ছিল, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে সামান্য পরিমাণ পানি থাকতে পারে। নতুন গবেষণা বলছে– উপগ্রহটিতে অনুমানের চেয়েও অনেক বেশি পানির সন্ধান মিলেছে।

নাসার পরিচালক জিম ব্রাইডেনস্টাইন বলছেন, ‘এখনও আমরা জানি না এই সম্পদ আমরা কী করে ব্যবহার করব’, তবে আণবিক জলের অস্তিত্বের স্পষ্ট এই আবিষ্কার চাঁদে ভবিষ্যৎ অভিযান ও মহাশূন্যে আরও গভীর অভিযান এবং অনুসন্ধান চালানো সহজ করবে বলে মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞানীদের লক্ষ্য এখন চাঁদের প্রাকৃতিক উপকরণগুলোতে পানির আঁধারটি আটকে রাখা।

আগের গবেষণাগুলোতে বলা হয়েছিল– চাঁদের অন্ধকারাচ্ছন্ন অংশের গর্তগুলোতেই কেবল পানি আছে। সবশেষ আবিষ্কারে বিজ্ঞানীদের দাবি, চাঁদের সূর্যালোক পৃষ্ঠেও আণবিক পানি রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

চাঁদে পানির সন্ধান পাওয়ার দাবি নাসার

আপডেট সময় ০৯:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০

আকাশ নিউজ ডেস্ক: 

চাঁদে পানির সন্ধান পাওয়ার দাবি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসার বিজ্ঞানীরা নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত পৃথক দুই গবেষণা প্রবন্ধে এ সংক্রান্ত তথ্যপ্রমাণ হাজির করেছেন। খবর আলজাজিরা ও বিবিসির।

আগে ধারণা ছিল, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে সামান্য পরিমাণ পানি থাকতে পারে। নতুন গবেষণা বলছে– উপগ্রহটিতে অনুমানের চেয়েও অনেক বেশি পানির সন্ধান মিলেছে।

নাসার পরিচালক জিম ব্রাইডেনস্টাইন বলছেন, ‘এখনও আমরা জানি না এই সম্পদ আমরা কী করে ব্যবহার করব’, তবে আণবিক জলের অস্তিত্বের স্পষ্ট এই আবিষ্কার চাঁদে ভবিষ্যৎ অভিযান ও মহাশূন্যে আরও গভীর অভিযান এবং অনুসন্ধান চালানো সহজ করবে বলে মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞানীদের লক্ষ্য এখন চাঁদের প্রাকৃতিক উপকরণগুলোতে পানির আঁধারটি আটকে রাখা।

আগের গবেষণাগুলোতে বলা হয়েছিল– চাঁদের অন্ধকারাচ্ছন্ন অংশের গর্তগুলোতেই কেবল পানি আছে। সবশেষ আবিষ্কারে বিজ্ঞানীদের দাবি, চাঁদের সূর্যালোক পৃষ্ঠেও আণবিক পানি রয়েছে।