আকাশ নিউজ ডেস্ক:
ঘুম থেকে উঠে প্রথমেই আপনার মনে পড়ে যে জিনিসটির কথা সেটি হলো টুথব্রাশ। যে প্রয়োজনীয় জিনিসটি দিয়ে সারা পৃথিবীর মানুষের দিনের শুরু হয়, আসুন জেনে নেই সেই জিনিসটি সম্পর্কে ৫টি মজার তথ্য।
১)আমরা যে সময়টা ধরে দাঁত মাজি, হিসেব করলে দেখা যায়, আপনি সারা জীবনে যদি ৬০ বছর বাঁচেন তবে তার দেড় মাস শুধু দাঁত মেজেই কাটিয়ে দিয়েছেন।
২)অতীতে টুথব্রাশ তৈরির জন্য গরুর লোম ব্যবহার করা হতো। বর্তমানে নাইলন দিয়ে টুথব্রাশ তৈরি করা হয়।
৩)সারা পৃথিবীর মানুষ যেসব রঙের টুথব্রাশ ব্যবহার করে,তাদের অধিকাংশই নীল রঙের। খেয়াল করে দেখুন তো, আপনার টুথব্রাশও কি নীল রঙেরই কিনা !
৪)এই তথ্যটি একটু চমকে দেয়ার মতই। বর্তমানে পৃথিবীতে প্রায় ৪০০ কোটি মোবাইল ফোন ব্যবহৃত হয়। তার তুলনায় পৃথিবীতে মাত্র সাড়ে তিনশো কোটি মানুষ টুথব্রাশ ব্যবহার করেন। অর্থাৎ,দাঁত না মাজলেও চলে, কিন্তু মোবাইল ফোন ছাড়া চলবেই না।
৫)যদিও ২০০৩ সালে পরিচালিত একটি সমীক্ষার ফলাফল অনুযায়ী, ফোন কিংবা গাড়ি ছাড়াও মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু টুথব্রাশ ছাড়া কিছুতেই না।
আকাশ নিউজ ডেস্ক 

























