অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার এক পরিবার বাইসাইকেল চালিয়ে মক্কায় হজ পালন করেছেন।
জাভার মধ্যাঞ্চলের শহর যুগজাকার্তায় নিজেদের বাড়ি থেকে মক্কায় গিয়ে পৌঁছাতে তাদের পাড়ি দিতে হয়েছে ১৩ হাজার কিলোমিটার পথ। হজের দেড় মাস আগে বাড়ি থেকে রওনা দেয় পরিবারটি।
এই পুণ্যের যাত্রায় ছিলেন মুসলিস আবদুল্লাহ (৪৭), তার স্ত্রী জুলিয়ান্তি হুসিন (৪৭), তাদের সন্তান মির্জা হাকিম (১৫), আহমদ জাকি হাফিজ (১১) এবং ছয় বছর বয়সী অলিভিয়া ইয়ুমনা। তাদের দিকনির্দেশনায় সঙ্গে ছিলেন মুসলিসের বন্ধু মোহামেদ দামাহুরি মুতালিব (৬২)।
আবদুল্লাহ বলেন, একটি স্বপ্ন দেখার পর সাইকেলে চড়ে হজ-ওমরা পালন করার চিন্তাটা মাথায় আসে। সৌদি গেজেট।
আকাশ নিউজ ডেস্ক 
























