আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
গাজা শাসনের জন্য ঘোষিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে পাকিস্তানের পর মধ্যপ্রাচ্যের তিন দেশকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পৃথক বিবৃতিতে তুরস্ক, মিশর ও জর্ডান ট্রাম্পের আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করেছে। খবর আল জাজিরার
রোববার (১৮ জানুয়ারি) জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজা আবদুল্লাহ ট্রাম্পের কাছ থেকে বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। মন্ত্রণালয়টি জানায়, দেশটির অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার আওতায় সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। এরআগে রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করে।
আগের দিন অর্থাৎ শনিবার তুরস্কের প্রেসিডেন্টের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, একদিন আগে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ট্রাম্পের কাছ থেকে বোর্ডের ‘প্রতিষ্ঠাতা সদস্য’ হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তি শনিবার জানিয়েছেন, ট্রাম্পের পক্ষ থেকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে বোর্ডে যোগ দেওয়ার যে আমন্ত্রণ জানানো হয়েছে। মিশর সেটি পর্যালোচনা করছে।
তবে ট্রাম্পের এই শান্তি পরিষদের ঘোষণা ভালোভাবে নেয়নি ইসরাইল। দখলদার দেশটির হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ এই পরিষদ। রোববার এই বিষয়ে বিরোধীতা করে শাসক জোটের অংশীদারদের নিয়ে বৈঠক ডাকেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এএফপি জানিয়েছে, শনিবার গভীর রাতে নেতানিয়াহুর কার্যালয় গাজা বিষয়ক নির্বাহী বোর্ডের গঠন নিয়ে আপত্তি তোলে। নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বোর্ড অব পিসের অধীন গঠিত গাজা নির্বাহী বোর্ডের গঠন সংক্রান্ত ঘোষণা ইসরাইলের সঙ্গে সমন্বয় না করেই দেওয়া হয়েছে। এটি ইসরায়েলের নীতির পরিপন্থী।’
তবে আপত্তির সুনির্দিষ্ট কারণ বিবৃতিতে ব্যাখ্যা করা হয়নি। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘শান্তি পরিষদ ঘোষণা করতে পারা আমার জন্য বিরাট সম্মানের, বোর্ড অব পিস গঠিত হয়েছে।’ মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই পরিষদের সদস্যদের নাম ‘শিগগির’ ঘোষণা করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























