অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের কেরালার পর এবার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে উত্তর প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল। গত ২৪ ঘন্টার ভারী বর্ষণে কমপক্ষে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃষ্টির দাপট ক্রমশই বাড়ছে৷
ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছে বাড়ি ঘর। বৃষ্টিতে প্লাবিত হয়েছে উত্তরপ্রদেশের একাধিক এলাকা৷ হেলিকপ্টার নিয়ে উদ্ধারকাজে নেমেছে বিমানবাহিনীর সদস্যরা। এরই মধ্যে কয়েকটি স্থানে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করেছে বিমানবাহিনীর সদস্যরা।
সোম ও মঙ্গলবারও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।
বেশ কয়েকদিন থেকে বন্যার কবলে পড়ে ভয়াবহ চিত্র কেরালায়। সেখানে অসংখ্য মানুষ খাদ্যাভাবে পড়েছে। এছাড়া এখনো লাখ লাখ বাড়ি ঘর পানি নিচে রয়েছে। কেরালার ক্ষতি সামলে ওঠার লড়াইয়ের মধ্যে এবার ভারী বৃষ্টির কারণে বিপর্যয় নেমে এল উত্তরপ্রদেশে।
আকাশ নিউজ ডেস্ক 
























