অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পরিস্থিতি আরো ঘনিভূত হচ্ছে। এই অবস্থায় মিসাইলের পরীক্ষা করতে পারে উত্তর কোরিয়া। এমনটাই বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি, সিআইএ-র প্রধান মাইক পম্পে। আর তার এই মন্তব্যে রীতিমত সাবধানী মার্কিন সামরিক বাহিনী।
গত জুলাই মাসে উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্য একটি মিসাইল মুহূর্তের মধ্যেই আঘাত করতে সক্ষম বলে দাবি পিয়ংইয়ংয়ের।
সিআইএ প্রধান মাইক পম্পে বলেন, আমি নিশ্চিত যে উত্তর কোরীয় নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাবেন। আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলে আমি অবাক হব না। জুলাই মাসে তিনি দুটি পরীক্ষা চালিয়েছেন।
ক্রমশ জটিল হয়েছে উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে পরিস্থিতি। উত্তর কোরিয়াকে উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এহেন হুঁশিয়ারির পরেই গুয়ামে মার্কিন সামরিক ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন কিম জং উন।
আকাশ নিউজ ডেস্ক 

























