অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সেনা ও অ্যালাইড ডেমোক্র্যাটিক বাহিনী (এডিএফ) বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের সময় থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১১ বেসামরিক নাগরিক ও ৫ সৈন্যসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার দেশটির সেনা কর্মকর্তারা বরাত দিয়ে আনাদলু এজেন্সি এসব তথ্য জানায়। গ্রেট উত্তর সোকোলা ১ অপারেশন এলাকার মুখপাত্র ক্যাপ্টেন ম্যাক হজুকে মংবা জানান, উত্তর কিভু প্রদেশে মাবু-কামাঙ্গো ও এরিংটি এলাকার এলাকায় যুদ্ধ চলছে।
তিনি বলেন, সেনাবাহিনী ও এডিবি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ফলে বেসামরিক নাগরিকদের ওপর বিদ্রোহীরা হামলা চালানো শুরু করে।
খবর পাওয়ার পর সেনাবাহিনী তাদের পিছু ধাওয়া করেছে। এ সময় উভয়পক্ষের গোলাগুলিতে ১৪ বিদ্রোহী ও পাঁচ সৈন্য নিহত হয়। এর আগেই এডিএফ বিদ্রোহীরা মাবু-কামাঙ্গোতে ১১ জন বেসামরিক লোককে হত্যা করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ১০ জন সৈন্য আহত হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























