অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র বুধবার উত্তর কোরিয়াকে সতর্ক করে বলেছে, পরমাণু অস্ত্রের মোহ কিম জং-উন সরকারের পতন ঘটাতে পারে। এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পরমাণু অস্ত্রকে অধিকতর শক্তিশালী প্রতিরোধক হিসেবে উল্লেখ করেন। খবর এএফপি’র। উল্লেখ্য, উভয়দেশের মধ্যে ব্যাপকভাবে চলা বাগযুদ্ধের এটি সর্বশেষ মার্কিনী অবস্থান। এর আগে বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে কিমকে ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া এমন ‘আগুন ও উন্মত্ততা’ প্রত্যক্ষ করবে যা বিশ্ববাসী আগে কখনও দেখেনি।
ট্রাম্পের এ মন্তব্যের জেরে সারাবিশ্বের শেয়ার বাজারে ও ডলারের মূল্য হ্রাস পায়। এছাড়া চীন ও মার্কিন মিত্র দেশগুলোও উদ্বেগ প্রকাশ করে। ট্রাম্পের মন্তব্যের জবাবে বৃহস্পতিবার ভোরে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, ট্রাম্প যৌক্তিক লোক নন। এছাড়া তারাও প্রশান্ত মহাসাগরীয় মার্কিন ক্ষুদ্র ভূখণ্ড গুয়ামে হামলার হুমকি দেয়।
উত্তর কোরিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আগস্ট মাসের মাঝামাঝি সময়ে উত্তর কোরীয় সেনাবাহিনী গুয়ামে হামলা চালানো সব ধরনের পরিকল্পনা শেষ করবে।