অাকাশ আইসিটি ডেস্ক:
কল্পবিজ্ঞানকে বাস্তবে রূপ দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ‘রেড’। স্মার্টফোনে কোনো কাজ করার জন্য স্ক্রিনের দিকে তাকাতে হচ্ছে না বরং উল্টো স্ক্রিনই চোখের সামনে ভেসে উঠছে। রেডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তাদের আসন্ন স্মার্টফোন ‘হাইড্রোজেন ওয়ান’- এর ছবি ও ফিচার।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে প্রকাশ, হাইড্রোজেন ওয়ান ফোনটিতে রয়েছে ৫ দশমিক ৭ ইঞ্চির হাইড্রোজেন হলোগ্রাফিক ডিসপ্লে। ফলে চোখের সামনেই ভেসে উঠবে মোবাইলের পর্দা। এ ছাড়া ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ন্যানো-প্রযুক্তি। ফলে দ্বিমাত্রিক (টুডি) ভিডিওগুলো সহজেই হলোগ্রাফিক মাল্টিভিউ বা ত্রিমাত্রিক (থ্রিডি) দৃশ্যে রূপান্তর করা যাবে।
হাইড্রোজেন ওয়ান স্মার্টফোনটিতে রয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। ফলে স্মার্টফোনের চার্জ নিয়ে অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়তে হবে না গ্রাহকদের। অতিরিক্ত মেমোরি কার্ডের স্লটের পাশাপাশি রয়েছে ৩ দশমিক ৫ মিলিমিটার অডিও জ্যাক।
ফোনটির দুটি সংস্করণ বাজারে ছাড়বে রেড। একটি টাইটেনিয়াম, অন্যটি অ্যালুমিনিয়াম। টাইটেনিয়াম সংস্করণের মূল্য ধরা হয়েছে এক হাজার ৫৯৫ মার্কিন ডলার। অন্যদিকে অ্যালুমিনিয়াম সংস্করণের মূল্য ধরা হয়েছে এক হাজার ১৯৫ মার্কিন ডলার। ২০১৮ সালের শুরু দিকে বাজারে পাওয়া যাবে এই ফোন।
আকাশ নিউজ ডেস্ক 
























