ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩ নির্বাচন বানচালে সীমান্তের ওপারে গভীর ষড়যন্ত্র চলছে: আদিলুর রহমান উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন ভারতের দালাল পাকিস্তানের দালাল, এসব বলা বাদ দিতে হবে: (এবি) পার্টির চেয়ারম্যান জামায়াত ধর্মকে ব্যবহার করছে : টুকু ঋণের বিনিময়ে যুদ্ধবিমান লেনদেনে আলোচনায় সৌদি-পাকিস্তান ‘দুষ্কৃতকারীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত’: মির্জা ফখরুল আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে আগামী ১০ বছর: তামিম ইকবাল নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে : ইইউ পর্যবেক্ষণ প্রধান ভারতীয়দের দুঃসংবাদ দিল বাংলাদেশ

সিইএস ২০২৬-এ এআই প্রযুক্তির নতুন মানদণ্ড স্থাপন করল লেনোভো

আকাশ নিউজ ডেস্ক :

বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রদর্শনী সিইএস ২০২৬-এ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বড় পরিকল্পনার কথা জানিয়েছে লেনোভো। এই আয়োজনে প্রতিষ্ঠানটি একদিকে নতুন এআই চশমার ধারণা তুলে ধরেছে, অন্যদিকে এনভিডিয়ার সঙ্গে বড় আকারের ক্লাউড অবকাঠামো অংশীদারত্বের ঘোষণা দিয়েছে।

৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে স্পিয়ার অডিটোরিয়ামে আয়োজিত এক মূল বক্তৃতায় লেনোভোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউয়ানছিং ইয়াং এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং যৌথভাবে ‘লেনোভো এআই ক্লাউড গিগাফ্যাক্টরি’ কর্মসূচি উন্মোচন করেন। এই উদ্যোগের লক্ষ্য হলো এআই ক্লাউড সেবা প্রদানকারীদের দ্রুত বড় পরিসরে অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করা। এতে এনভিডিয়ার ব্ল্যাকওয়েল আলট্রা প্রযুক্তি ব্যবহার করা হবে। লেনোভো দেবে তাদের নেপচুন লিকুইড কুলিং প্রযুক্তি (তরল শীতলীকরণ ব্যবস্থা) ও বৈশ্বিক উৎপাদন সক্ষমতা। ফলে কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবহারযোগ্য এআই ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে জানানো হয়।

ভোক্তাপর্যায়ের পণ্যের দিকেও নজর দিয়েছে লেনোভো। তারা ‘এআই গ্লাসেস কনসেপ্ট’ নামে হালকা স্মার্ট চশমা দেখিয়েছে, যার ওজন মাত্র ৪৫ গ্রাম। এই চশমা স্মার্টফোন ও কম্পিউটারের সঙ্গে তারবিহীনভাবে যুক্ত হয়। এতে রয়েছে লাইভ অনুবাদ, ছবি শনাক্তকরণ, হাত ছাড়াই কল করা এবং গান শোনার সুবিধা। একবার চার্জে এটি প্রায় আট ঘণ্টা ব্যবহার করা যাবে। চশমাটি চালিত হবে লেনোভোর নতুন এআই সহকারী ‘কিরা’ দ্বারা।

এ ছাড়া লেনোভো জানিয়েছে, আগে ধারণা হিসেবে দেখানো থিঙ্কবুক প্লাস জেন ৭ অটো টুইস্ট ল্যাপটপটি ২০২৬ সালের জুনে বাজারে আসবে। এই ল্যাপটপের স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর মুখের দিকে ঘুরে যায় এবং ভয়েস কমান্ডে বিভিন্ন মোডে কাজ করে।

লেনোভোর এই ঘোষণাগুলো এআই প্রযুক্তিকে দৈনন্দিন ব্যবহার ও বড় পরিসরের অবকাঠামো—দুই ক্ষেত্রেই নতুন মাত্রা দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩

সিইএস ২০২৬-এ এআই প্রযুক্তির নতুন মানদণ্ড স্থাপন করল লেনোভো

আপডেট সময় ০৭:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

আকাশ নিউজ ডেস্ক :

বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রদর্শনী সিইএস ২০২৬-এ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বড় পরিকল্পনার কথা জানিয়েছে লেনোভো। এই আয়োজনে প্রতিষ্ঠানটি একদিকে নতুন এআই চশমার ধারণা তুলে ধরেছে, অন্যদিকে এনভিডিয়ার সঙ্গে বড় আকারের ক্লাউড অবকাঠামো অংশীদারত্বের ঘোষণা দিয়েছে।

৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে স্পিয়ার অডিটোরিয়ামে আয়োজিত এক মূল বক্তৃতায় লেনোভোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউয়ানছিং ইয়াং এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং যৌথভাবে ‘লেনোভো এআই ক্লাউড গিগাফ্যাক্টরি’ কর্মসূচি উন্মোচন করেন। এই উদ্যোগের লক্ষ্য হলো এআই ক্লাউড সেবা প্রদানকারীদের দ্রুত বড় পরিসরে অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করা। এতে এনভিডিয়ার ব্ল্যাকওয়েল আলট্রা প্রযুক্তি ব্যবহার করা হবে। লেনোভো দেবে তাদের নেপচুন লিকুইড কুলিং প্রযুক্তি (তরল শীতলীকরণ ব্যবস্থা) ও বৈশ্বিক উৎপাদন সক্ষমতা। ফলে কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবহারযোগ্য এআই ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে জানানো হয়।

ভোক্তাপর্যায়ের পণ্যের দিকেও নজর দিয়েছে লেনোভো। তারা ‘এআই গ্লাসেস কনসেপ্ট’ নামে হালকা স্মার্ট চশমা দেখিয়েছে, যার ওজন মাত্র ৪৫ গ্রাম। এই চশমা স্মার্টফোন ও কম্পিউটারের সঙ্গে তারবিহীনভাবে যুক্ত হয়। এতে রয়েছে লাইভ অনুবাদ, ছবি শনাক্তকরণ, হাত ছাড়াই কল করা এবং গান শোনার সুবিধা। একবার চার্জে এটি প্রায় আট ঘণ্টা ব্যবহার করা যাবে। চশমাটি চালিত হবে লেনোভোর নতুন এআই সহকারী ‘কিরা’ দ্বারা।

এ ছাড়া লেনোভো জানিয়েছে, আগে ধারণা হিসেবে দেখানো থিঙ্কবুক প্লাস জেন ৭ অটো টুইস্ট ল্যাপটপটি ২০২৬ সালের জুনে বাজারে আসবে। এই ল্যাপটপের স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর মুখের দিকে ঘুরে যায় এবং ভয়েস কমান্ডে বিভিন্ন মোডে কাজ করে।

লেনোভোর এই ঘোষণাগুলো এআই প্রযুক্তিকে দৈনন্দিন ব্যবহার ও বড় পরিসরের অবকাঠামো—দুই ক্ষেত্রেই নতুন মাত্রা দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।