আকাশ আইসিটি ডেস্ক:
সৌরজগতের বাইরে প্রাণের অস্তিত্ব থাকতেই পারে। এতদিন বিজ্ঞানীরা বলে এসেছেন, এত অজুত-নিযুত নক্ষত্রমণ্ডলীর কোথাও না কোথাও থাকতেই পারে অন্য জীবজগৎ। শুক্রগ্রহ পৃথিবীই একমাত্র গ্রহ, যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে।
প্রসঙ্গত, শুক্রগ্রহে ২ বিলিয়ন বছর আগে পৃথিবীর কাছাকাছি অর্থাৎ প্রাণের পক্ষে অনুকূল পরিবেশ ছিল বলে বিজ্ঞানীরা অনুমান করছেন।
সম্ভবত শুক্রগ্রহেও থাকতে পারে প্রাণের অস্তিত্ব। কেননা সেই গ্রহের আকাশে যে অ্যাসিড-মেঘ দেখা যায়, সেখানেই এই প্রাণের চিহ্নের সম্ভাবনার কথা জানা গেছে। আর এই গবেষণায় সায় জানিয়েছে নাসাও।
জানা গেছে, গবেষণাপত্রটি অ্যাস্ট্রোবায়োলজি নামের জার্নালে প্রকাশিত হয়েছে। সেই গবেষণা থেকে জানা যাচ্ছে, শুক্রের মেঘ থেকে অ্যাসিড-বৃষ্টি হয়। মেঘের অন্যতম উপাদান সালফিউরিক অ্যাসিড। সেখানেই রয়েছে প্রাণ।
আকাশ নিউজ ডেস্ক 
























