ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বয়স শনাক্তের ফিচার নিয়ে আসছে চ্যাটজিপিটির ওপেনএআই

আকাশ নিউজ ডেস্ক :  

ওপেনএআই চ্যাটজিপিটিতে একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছে, যা ব্যবহারকারীর বয়স অনুমান করবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের নিরাপত্তা আরও শক্তিশালী করতে চাচ্ছে এবং সংবেদনশীল কনটেন্টের সম্ভাব্য ঝুঁকি কমাতে চায়।

নতুন ‘এজ প্রেডিকশন’ প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করবে কোনো অ্যাকাউন্ট কিশোরের হতে পারে কি না। যদি তা হয়, ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট কনটেন্ট—যেমন সহিংসতা, যৌনতা বা প্রাপ্তবয়স্ক বিষয়—সীমিত করা হবে। তবে বয়স শনাক্তকরণ পুরোপুরি নির্ভুল নয়। ভুলভাবে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী কিশোর হিসেবে চিহ্নিত হলে, তাকে নিজস্ব পরিচয় যাচাই করতে হবে। এই যাচাই ‘পারসোনা’ নামের সেলফি-ভিত্তিক সেবার মাধ্যমে হবে।

ইউরোপে এই ফিচার ধাপে ধাপে চালু হবে, যেখানে শিশু ও কিশোরদের অনলাইন সুরক্ষা নিয়ে কঠোর নিয়ম রয়েছে। ওপেনএআই চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা অভিজ্ঞতা—‘অ্যাডাল্ট মোড’—ও চালু করার পরিকল্পনা করছে, যা ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বাস্তবায়িত হতে পারে।

বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৮০ কোটি। এত বড় ব্যবহারকারীভিত্তি থাকায় বয়সভিত্তিক কনটেন্ট নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে প্রতিষ্ঠানটি আয়ের দিকে নজর দিচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন দেখানো শুরু হয়েছে। ২০২৫ সালে ওপেনএআইয়ের বার্ষিক আয় ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বয়স অনুমানের এই উদ্যোগ কিশোরদের সুরক্ষায় সহায়ক হবে, তবে প্রাপ্তবয়স্ক কনটেন্ট চালুর পথও তৈরি করবে। বয়স নির্ভুলতা এবং ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে আরও আলোচনা হবে, এবং ফিচারের কার্যকারিতা নির্ভর করবে ব্যবহারকারীর অভিজ্ঞতার ওপর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বয়স শনাক্তের ফিচার নিয়ে আসছে চ্যাটজিপিটির ওপেনএআই

আপডেট সময় ১০:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

আকাশ নিউজ ডেস্ক :  

ওপেনএআই চ্যাটজিপিটিতে একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছে, যা ব্যবহারকারীর বয়স অনুমান করবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের নিরাপত্তা আরও শক্তিশালী করতে চাচ্ছে এবং সংবেদনশীল কনটেন্টের সম্ভাব্য ঝুঁকি কমাতে চায়।

নতুন ‘এজ প্রেডিকশন’ প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করবে কোনো অ্যাকাউন্ট কিশোরের হতে পারে কি না। যদি তা হয়, ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট কনটেন্ট—যেমন সহিংসতা, যৌনতা বা প্রাপ্তবয়স্ক বিষয়—সীমিত করা হবে। তবে বয়স শনাক্তকরণ পুরোপুরি নির্ভুল নয়। ভুলভাবে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী কিশোর হিসেবে চিহ্নিত হলে, তাকে নিজস্ব পরিচয় যাচাই করতে হবে। এই যাচাই ‘পারসোনা’ নামের সেলফি-ভিত্তিক সেবার মাধ্যমে হবে।

ইউরোপে এই ফিচার ধাপে ধাপে চালু হবে, যেখানে শিশু ও কিশোরদের অনলাইন সুরক্ষা নিয়ে কঠোর নিয়ম রয়েছে। ওপেনএআই চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা অভিজ্ঞতা—‘অ্যাডাল্ট মোড’—ও চালু করার পরিকল্পনা করছে, যা ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বাস্তবায়িত হতে পারে।

বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৮০ কোটি। এত বড় ব্যবহারকারীভিত্তি থাকায় বয়সভিত্তিক কনটেন্ট নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে প্রতিষ্ঠানটি আয়ের দিকে নজর দিচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন দেখানো শুরু হয়েছে। ২০২৫ সালে ওপেনএআইয়ের বার্ষিক আয় ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বয়স অনুমানের এই উদ্যোগ কিশোরদের সুরক্ষায় সহায়ক হবে, তবে প্রাপ্তবয়স্ক কনটেন্ট চালুর পথও তৈরি করবে। বয়স নির্ভুলতা এবং ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে আরও আলোচনা হবে, এবং ফিচারের কার্যকারিতা নির্ভর করবে ব্যবহারকারীর অভিজ্ঞতার ওপর।