আকাশ বিনোদন ডেস্ক :
ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। এখন অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে নানা ইস্যুতে সবসময়ই সরব থাকেন তিনি। এবার সামাজিক মাধ্যমে এই অভিনেতার এক রহস্যময়ী পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বর্তমানে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করা ওমর সানি বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে ফেসবুকে চিত্রনায়িকা মুক্তিকে ট্যাগ দিয়ে একটি পোস্ট করেছেন। পোস্টে স্পষ্ট করে কিছু না বললেও বোঝা গেছে যে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সাধারণ সম্পাদককে খুঁজছেন তিনি।
পোস্টে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিকে ট্যাগ করে অভিনেতা লেখেন, ‘কিরে তোর সাধারণ সম্পাদক কই, দেখলাম না?’
জবাবে পোস্টের মন্তব্যের ঘরে মুক্তি লিখেছেন, আপনি তো আমাকে কখনো তুই করে বলেন না ওমর সানী ভাই, কার ট্যাগ কাকে করেছেন।’ এর প্রতিউত্তরে সানি লেখেন, ‘তুমি তো আর প্রেসিডেন্ট না। তুমি তো আলো, চাঁদের আলো।’
উল্লেখ্য, ধারণা করা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা ডিপজলকে ইঙ্গিত করেই ওমর সানী এই পোস্টটি করেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে ফেসবুক পোস্টে সক্রিয় থাকা ব্যতীত ডিপজলকে প্রকাশ্যে কোনো অনুষ্ঠান বা শিল্পী সমিতির কার্যক্রমে দেখা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 




















