আকাশ নিউজ ডেস্ক :
মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রিক রূপান্তরে কাজ করছে। এর অংশ হিসেবে গত বছর প্রতিষ্ঠানটি প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল। এবার তারা কর্মীদের জন্য লাইব্রেরি ও সংবাদপত্রের সাবস্ক্রিপশন সুবিধা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর পরিবর্তে, কোম্পানি এআইভিত্তিক শেখার অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে।
প্রযুক্তি সংবাদমাধ্যম দ্য ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের নভেম্বর থেকে মাইক্রোসফট বিভিন্ন সংবাদ ও গবেষণা পরিষেবার সাবস্ক্রিপশন নবায়ন বন্ধ করার প্রক্রিয়া শুরু করে। সংশ্লিষ্ট প্রকাশকদের স্বয়ংক্রিয় ইমেইলের মাধ্যমে জানানো হয়, চুক্তির মেয়াদ শেষ হলে তা নবায়ন করা হবে না।
ফলে ২২ বছর ধরে মাইক্রোসফটের সঙ্গে যুক্ত থাকা স্ট্র্যাটেজিক নিউজ সার্ভিস (SNS)-এর সঙ্গে সম্পর্কও শেষ হয়। SNS আগে কোম্পানির প্রায় ২ লাখ ২০ হাজার কর্মীর জন্য বৈশ্বিক রিপোর্ট সরবরাহ করত।
কর্মীরা জানিয়েছেন, এখন তারা দ্য ইনফরমেশন-এর মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রকাশনায় ডিজিটাল প্রবেশাধিকার পাচ্ছেন না এবং মাইক্রোসফট লাইব্রেরি থেকেও ব্যবসায়িক বই নেওয়া সম্ভব নয়।
মাইক্রোসফটের অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, এই পরিবর্তনগুলো ‘স্কিলিং হাব’-এর মাধ্যমে আরও আধুনিক ও এআইচালিত শেখার পরিবেশ গড়ে তোলার অংশ। একই সঙ্গে কোম্পানির সব ফিজিক্যাল লাইব্রেরি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এই এআইভিত্তিক রূপান্তরের নেতৃত্ব দিচ্ছেন এবং শীর্ষ কর্মকর্তারাও এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার নির্দেশ পেয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























