ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করব : মির্জা আব্বাস ইমান এনে কোনো লাভ নেই, এরা মুনাফিকি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাচ্ছে: মির্জা ফখরুল বাড়িভাড়া কত বাড়ানো যাবে, কতদিন পর–নির্ধারণ করে দিল ঢাকা উত্তর সিটি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’:আসিফ নজরুল

জিম্বাবুয়েকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ক্যারিবীয়রা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স পর্বের ম্যাচে আজ জিম্বাবুয়েকে চার উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের ফলে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ক্যারিবীয়রা। পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে।

সোমবার হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটিতে জিম্বাবুয়ের দেয়া ২৯০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে এভিন লিউইস ৬৪, শাই হোপ ৭৬ ও মারলন স্যামুয়েলস ৮৬ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা ১টি, ব্লিজিং মুজারাবানি ২টি, গ্রায়েম ক্রেমার ২টি ও শন উইলিয়ামস ১টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের পক্ষে সেঞ্চুরি করেন ব্রেন্ডন টেইলর। ১৩৮ রান করে আউট হন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার দশম সেঞ্চুরি। স্বাগতিকদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন সলোমন মিরে। ৩৪ রান করেন শন উইলিয়ামস। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ ৩টি, জেসন হোল্ডার ৪টি ও কিমো পল ২টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন মারলন স্যামুয়েলস।

সংক্ষিপ্ত স্কোর :

ফল: চার উইকেটে জয়ী ওয়েস্ট ইন্ডিজ।

জিম্বাবুয়ে ইনিংস: ২৮৯ (৫০ ওভার)

(সলোমন মিরে ৫০, চেফাস ঝুওয়াও ০, হ্যামিলটন মাসাকাদজা ৭, ব্রেন্ডন টেইলর ১৩৮, ক্রেইগ আরভিন ১৪, শন উইলিয়ামস ৩৪, সিকান্দার রাজা ২২, গ্রায়েম ক্রেমার ০, টেন্ডাই চিসোরো ১৮, কাইল জারভিস ১, ব্লিজিং মুজারাবানি ০*; কেমার রোচ ৩/৫৫, জ্যাসন হোল্ডার ৪/৩৫, কিমো পল ২/৫৫, দেবেন্দ্র বিশু ০/৭৩, অ্যাশলে নার্স ০/২৮, রভম্যান পাওয়েল ০/২৬, ক্রিস গেইল ০/১৪)।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ২৯০/৬ (৪৯ ওভার)

(ক্রিস গেইল ১৭, এভিন লিউইস ৬৪, শাই হোপ ৭৬, মারলন স্যামুয়েলস ৮৬, শিমরন হেটমায়ার ১৩, জ্যাসন হোল্ডার ৬, রভম্যান পাওয়েল ১৫*, অ্যাশলে নার্স ৮*; কাইল জারভিস ০/৪৯, সিকান্দার রাজা ১/৫৮, ব্লিজিং মুজারাবানি ২/৩৬, গ্রায়েম ক্রেমার ২/৬৩, টেন্ডাই চিসোরো ০/৩৮, শন উইলিয়ামস ১/৪৫)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যাক্রোকে ‘ক্ষমতাচ্যুত’ করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

জিম্বাবুয়েকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ক্যারিবীয়রা

আপডেট সময় ০৯:৪৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স পর্বের ম্যাচে আজ জিম্বাবুয়েকে চার উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের ফলে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ক্যারিবীয়রা। পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে।

সোমবার হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটিতে জিম্বাবুয়ের দেয়া ২৯০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে এভিন লিউইস ৬৪, শাই হোপ ৭৬ ও মারলন স্যামুয়েলস ৮৬ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা ১টি, ব্লিজিং মুজারাবানি ২টি, গ্রায়েম ক্রেমার ২টি ও শন উইলিয়ামস ১টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের পক্ষে সেঞ্চুরি করেন ব্রেন্ডন টেইলর। ১৩৮ রান করে আউট হন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার দশম সেঞ্চুরি। স্বাগতিকদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন সলোমন মিরে। ৩৪ রান করেন শন উইলিয়ামস। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ ৩টি, জেসন হোল্ডার ৪টি ও কিমো পল ২টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন মারলন স্যামুয়েলস।

সংক্ষিপ্ত স্কোর :

ফল: চার উইকেটে জয়ী ওয়েস্ট ইন্ডিজ।

জিম্বাবুয়ে ইনিংস: ২৮৯ (৫০ ওভার)

(সলোমন মিরে ৫০, চেফাস ঝুওয়াও ০, হ্যামিলটন মাসাকাদজা ৭, ব্রেন্ডন টেইলর ১৩৮, ক্রেইগ আরভিন ১৪, শন উইলিয়ামস ৩৪, সিকান্দার রাজা ২২, গ্রায়েম ক্রেমার ০, টেন্ডাই চিসোরো ১৮, কাইল জারভিস ১, ব্লিজিং মুজারাবানি ০*; কেমার রোচ ৩/৫৫, জ্যাসন হোল্ডার ৪/৩৫, কিমো পল ২/৫৫, দেবেন্দ্র বিশু ০/৭৩, অ্যাশলে নার্স ০/২৮, রভম্যান পাওয়েল ০/২৬, ক্রিস গেইল ০/১৪)।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ২৯০/৬ (৪৯ ওভার)

(ক্রিস গেইল ১৭, এভিন লিউইস ৬৪, শাই হোপ ৭৬, মারলন স্যামুয়েলস ৮৬, শিমরন হেটমায়ার ১৩, জ্যাসন হোল্ডার ৬, রভম্যান পাওয়েল ১৫*, অ্যাশলে নার্স ৮*; কাইল জারভিস ০/৪৯, সিকান্দার রাজা ১/৫৮, ব্লিজিং মুজারাবানি ২/৩৬, গ্রায়েম ক্রেমার ২/৬৩, টেন্ডাই চিসোরো ০/৩৮, শন উইলিয়ামস ১/৪৫)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)।