অাকাশ জাতীয় ডেস্ক:
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক মুক্তিযোদ্ধা পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার সন্ধ্যায় উপজেলার মধ্য ফুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- অবসরপ্রাপ্ত সেনাসদস্য মুক্তিযোদ্ধা পান্নু খান (৭০), স্ত্রী শাহানা বেগম (৬০) ও মেয়ে বেবী আক্তার (২৫)।
ভুক্তভোগীরা জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী রাজীব খান, রাকীব খান, ফয়সাল খানের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল শনিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা পান্নু খানের ওপর হামলা চালায়। এ সময় তার স্ত্রী শাহানা বেগম ও মেয়ে বেবী আক্তার মুক্তিযোদ্ধাকে বাঁচাতে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ বিষয়ে কেউ এখনও থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























