অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা থেকে বাদ পড়েছেন সৌদি আরবের শীর্ষ ধনী প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল। গত বছর এই তালিকায় বিশ্বের শীর্ষ ৬১তম ধনী ব্যক্তি ছিলেন তিনি।
প্রতি বছর বিশ্বের ধনকুবেরদের তালিকা প্রকাশকারী ফোবর্স ম্যাগাজিন জানিয়েছে, বিন তালালকে এবার তারা তাদের তালিকায় রাখছে না। সম্প্রতি সৌদি সরকার তাকে আটকের পর কী পরিমাণ সম্পদের বিনিময়ে তিনি ছাড়া পেয়েছেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ফোবর্স কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
ম্যাগাজিন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গত বছর বিশ্বের শীর্ষ এক হাজার জন ধনকুবেরের তালিকায় ১০ সৌদি নাগরিক থাকলেও এবছর কোনো তাদের কাউকেই তারা তালিকায় রাখছেন না।
আকাশ নিউজ ডেস্ক 
























