অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বিবাহ বহির্ভূত সম্পর্ক চলছিল দিনের পর দিন। সেই সম্পর্কের কথা স্ত্রী জানতে পারতেই চরম সিদ্ধান্ত নিলেন। স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের জলন্ধরের জোগিন্দর নগরে।
জানা গেছে, আজাদ সিং নামে সেই ব্যক্তি ঘুমে তখন অচৈতন্য ছিলেন। ঠিক তখনই ছুরি হাতে স্বামীর পুরুষাঙ্গে হানা দেন স্ত্রী। স্ত্রীর সন্দেহ ছিল স্বামী কোনও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সুখওয়ান্ত কউর নামে সেই মহিলা নিজের জীবনের চরম সিদ্ধান্ত নিয়ে নেন। শুধু পুরুষাঙ্গ কেটেই ক্ষান্ত হননি তিনি। সেটাকে শৌচাগারে ফেলেও দেন তিনি।
জলন্ধর পুলিশের অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার সতিন্দর কুমার জানিয়েছেন, “প্রথমে মহিলা রড দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। ঘুমন্ত অবস্থায় অচৈতন্য হয়ে পড়েন আজাদ সিং। তারপর তার পুরুষাঙ্গ ছুরি দিয়ে কেটে টয়লেটে ফেলে দেন মহিলা। আহত অবস্থায় তাকে স্থানান্তরিত করা হয় হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক।”
ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করেন তার বাবা। এমনকি পুত্রবধূর নৃশংসতার খবরও তিনি দিয়েছেন পুলিশকে। পুলিশ অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী শাস্তি দিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















