অাকাশ জাতীয় ডেস্ক:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর ডিম্বাশয়ে অস্ত্রোপচারের মাধ্যমে ২০ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে। বুধবার কোনো প্রকার সমস্যা ছাড়াই টিউমারটি অপসারণ করেন হাসপাতালের চিকিৎসক শাহী ফারজানা তাসনিম ও ডা. টিউলিপ।
হাসপাতাল সূত্র জানায়, কয়েক দিন আগে পেটে ব্যথা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন লালমনিরহাট জেলার আদিতমারী থানার নারায়ণ চন্দ্রের স্ত্রী গীতা রানি সরকার(৩৮)। তিনি চিকিৎসক শাহী ফারজানা তাসনিম অধীনে ১২নং ওয়ার্ডে ইউনিট ৩ এ ভর্তি ছিলেন। বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত টানা এক ঘণ্টা অপারেশন করে ২০ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়।
ঝুঁকিপূর্ণ এ অপারেশন করেন গাইনোকোলজিস্ট ডা. শাহী ফারজানা তাসনিম ও ডা. টিউলিপ। এ সময় সহযোগী ডাক্তার হিসেবে ছিলেন ডা. রিফাত, ডা. কেয়া, ডা. লিজা, ডা. হাসানসহ কয়েকজন চিকিৎসক।
অপারেশনের পর চিকিৎসকরা জানান, এ অপারেশনটি ছিল খুবই জটিল। দক্ষ চিকিৎসক ছাড়া এমন সফল অপারেশন সম্ভব নয়। বাংলাদেশে ডিম্বাশয় থেকে এত বড় টিউমার বের করা আমার জানামতে এর আগে কখনো সম্ভব হয়নি।
রোগী বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আকাশ নিউজ ডেস্ক 

























