আকাশ জাতীয় ডেস্ক :
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, নারী পরিবার ও সমাজের অঙ্গ হিসেবে সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নারীরা শক্তিশালী হলে সমাজ ও দেশ দুটোই এগিয়ে যাবে।
রোববার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত চকতাহিরা এলাকায় এক মহিলা সমাবেশের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশে বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় বিশ্বাসী হতে হবে। নারীরাই সমাজ গঠনের মূল চালিকা শক্তি। নারীরা যদি সচেতন ও শক্তিশালী হয়, তবে সমাজ এবং দেশ দুটোই এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, নারীর সমাজের নেতৃত্ব শক্তিশালীকরণের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
আক্কাস আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন, প্রভাষক আমিনুল ইসলাম, জিকরুল ইসলাম জেহারি, কাজী শামসুল হুদা, আবু হানিফ প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 





















