আকাশ আইসিটি ডেস্ক:
নোকিয়া’র আরেকটি ফিচার ফোন উন্মোচন করেছে এইচএমডি গ্লোবাল। রেট্রো ক্লাসিক রূপে ফিরিয়ে আনা হয়েছে নোকিয়া ৮১১০। ১৯৯৯ সালে আলোড়ন তোলা সিনেমা মেট্রিক্স-এ কিয়ানু রিভসের হাতে দেখানো ফোনের অবিকল এই ফোন।
স্পেনের বার্সেলোনায় চলতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ ডিভাইসটি উন্মোচন করেছে ফিনিশ প্রতিষ্ঠান এইচএমডি। আগের বছরের নোকিয়া ৩৩১০-এর মতোই এ বছরও ডিভাইসটি দিয়ে চমক দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
কিছুটা বাঁকা করে তৈরি করা হয়েছে নতুন এই ডিভাইসটি। আর পর্দার নীচে বাটনের ওপরে রাখা হয়েছে স্লাইডার। এর মাধ্যমে কল ধরতে ও কাটতে পারবেন গ্রাহক, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।
কালো এবং হলুদ রঙে পাওয়া যাবে নোকিয়া ৮১১০। কলার মতো বাঁকানো নকশা আর হলুদ রঙের কারণে ডিভাইসটিকে বলা হচ্ছে ‘ব্যানানা ফোন’।
স্মার্ট ফিচার ওএস-এ চলবে নোকিয়া’র এই ব্যানানা ফোন। এতে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ না চললেও ডিভাইসটির জন্য আলাদা অ্যাপ স্টোর বানাচ্ছে এইচএমডি।
এলটিই সমর্থনের পাশাপাশি কোয়ালকম ২০৫ মোবাইল প্লাটফর্ম প্রসেসর, ৫১২এমবি র্যাম এবং চার জিবি স্টোরেজ থাকছে ডিভাইসটিতে। আর ২.৪ ইঞ্চি কিউভিজিএ পর্দার সঙ্গে দুই মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে। একবার পূর্ণ চার্জে ২৫ দিন সচল থাকবে ডিভাইসটি।
চলতি বছরের মে মাসে বাজারে আসবে নোকিয়া ৮১১০। ডিভাইসটির মূল্য বলা হয়েছে ৯৭ মার্কিন ডলার।
আকাশ নিউজ ডেস্ক 

























