ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

‘কলা ফোন’ আনলো নোকিয়া!

আকাশ আইসিটি ডেস্ক:

নোকিয়া’র আরেকটি ফিচার ফোন উন্মোচন করেছে এইচএমডি গ্লোবাল। রেট্রো ক্লাসিক রূপে ফিরিয়ে আনা হয়েছে নোকিয়া ৮১১০। ১৯৯৯ সালে আলোড়ন তোলা সিনেমা মেট্রিক্স-এ কিয়ানু রিভসের হাতে দেখানো ফোনের অবিকল এই ফোন।

স্পেনের বার্সেলোনায় চলতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ ডিভাইসটি উন্মোচন করেছে ফিনিশ প্রতিষ্ঠান এইচএমডি। আগের বছরের নোকিয়া ৩৩১০-এর মতোই এ বছরও ডিভাইসটি দিয়ে চমক দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
কিছুটা বাঁকা করে তৈরি করা হয়েছে নতুন এই ডিভাইসটি। আর পর্দার নীচে বাটনের ওপরে রাখা হয়েছে স্লাইডার। এর মাধ্যমে কল ধরতে ও কাটতে পারবেন গ্রাহক, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

কালো এবং হলুদ রঙে পাওয়া যাবে নোকিয়া ৮১১০। কলার মতো বাঁকানো নকশা আর হলুদ রঙের কারণে ডিভাইসটিকে বলা হচ্ছে ‘ব্যানানা ফোন’।

স্মার্ট ফিচার ওএস-এ চলবে নোকিয়া’র এই ব্যানানা ফোন। এতে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ না চললেও ডিভাইসটির জন্য আলাদা অ্যাপ স্টোর বানাচ্ছে এইচএমডি।

এলটিই সমর্থনের পাশাপাশি কোয়ালকম ২০৫ মোবাইল প্লাটফর্ম প্রসেসর, ৫১২এমবি র‍্যাম এবং চার জিবি স্টোরেজ থাকছে ডিভাইসটিতে। আর ২.৪ ইঞ্চি কিউভিজিএ পর্দার সঙ্গে দুই মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে। একবার পূর্ণ চার্জে ২৫ দিন সচল থাকবে ডিভাইসটি।

চলতি বছরের মে মাসে বাজারে আসবে নোকিয়া ৮১১০। ডিভাইসটির মূল্য বলা হয়েছে ৯৭ মার্কিন ডলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

‘কলা ফোন’ আনলো নোকিয়া!

আপডেট সময় ০৯:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮

আকাশ আইসিটি ডেস্ক:

নোকিয়া’র আরেকটি ফিচার ফোন উন্মোচন করেছে এইচএমডি গ্লোবাল। রেট্রো ক্লাসিক রূপে ফিরিয়ে আনা হয়েছে নোকিয়া ৮১১০। ১৯৯৯ সালে আলোড়ন তোলা সিনেমা মেট্রিক্স-এ কিয়ানু রিভসের হাতে দেখানো ফোনের অবিকল এই ফোন।

স্পেনের বার্সেলোনায় চলতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ ডিভাইসটি উন্মোচন করেছে ফিনিশ প্রতিষ্ঠান এইচএমডি। আগের বছরের নোকিয়া ৩৩১০-এর মতোই এ বছরও ডিভাইসটি দিয়ে চমক দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
কিছুটা বাঁকা করে তৈরি করা হয়েছে নতুন এই ডিভাইসটি। আর পর্দার নীচে বাটনের ওপরে রাখা হয়েছে স্লাইডার। এর মাধ্যমে কল ধরতে ও কাটতে পারবেন গ্রাহক, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

কালো এবং হলুদ রঙে পাওয়া যাবে নোকিয়া ৮১১০। কলার মতো বাঁকানো নকশা আর হলুদ রঙের কারণে ডিভাইসটিকে বলা হচ্ছে ‘ব্যানানা ফোন’।

স্মার্ট ফিচার ওএস-এ চলবে নোকিয়া’র এই ব্যানানা ফোন। এতে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ না চললেও ডিভাইসটির জন্য আলাদা অ্যাপ স্টোর বানাচ্ছে এইচএমডি।

এলটিই সমর্থনের পাশাপাশি কোয়ালকম ২০৫ মোবাইল প্লাটফর্ম প্রসেসর, ৫১২এমবি র‍্যাম এবং চার জিবি স্টোরেজ থাকছে ডিভাইসটিতে। আর ২.৪ ইঞ্চি কিউভিজিএ পর্দার সঙ্গে দুই মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে। একবার পূর্ণ চার্জে ২৫ দিন সচল থাকবে ডিভাইসটি।

চলতি বছরের মে মাসে বাজারে আসবে নোকিয়া ৮১১০। ডিভাইসটির মূল্য বলা হয়েছে ৯৭ মার্কিন ডলার।