অাকাশ জাতীয় ডেস্ক:
মায়ের সঙ্গে অভিমান করে সিরাজগঞ্জের তাড়াশ ও বেলকুচি উপজেলায় জুলি খাতুন (১০) নামে এক স্কুলছাত্রী ও লতা রাজ বংশী (১৬) নামে এক কিশোরী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাতে পৃথক এ দুটি ঘটনা ঘটে।
নিহত জুলি খাতুন তাড়াশ উপজেলা সদরের উত্তর বাধ এলাকার আবদুল জলিলের মেয়ে। সে তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীছিল।
স্থানীয়রা জানায়, জুলি খাতুন বিকালে স্কুল থেকে ফেরার পর পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের সঙ্গে ঝগড়া হয়। এতে অভিমান করে জুলি তার শয়নকক্ষে ফাঁস দেয়। দীর্ঘক্ষণ তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় জুলিকে দেখতে পায়।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) ফজলে আশিক জানান, আত্মহত্যার বিষয়টি শুনেছি, তবে কেউ কোনো অভিযোগ করেনি।
অপরদিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের বিমল রাজ বংশীর মেয়ে লতা রাজ বংশী শয়ন কক্ষে তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
নিহতের পরিবার সূত্র জানায়, সোমবার দুপুরের খাবার খাওয়ার পর লতার সঙ্গে তার মায়ের ঝগড়া হয়। এতে অভিমান করে শয়ন কক্ষের তীরের সঙ্গে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করে।
বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, নিহতের লাশ সোমবার রাতে উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে একটি ইউডি মামলা করেছেন
আকাশ নিউজ ডেস্ক 

























