আকাশ জাতীয় ডেস্ক:
সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ৫ সন্তানের এক জননী। রবিবার রাত থেকে উপজেলার তালম ইউনিয়নের চাদঁপুর গ্রামে পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশন করছেন তিনি।
স্থানীয়রা জানান, উপজেলার তালম ইউনিয়নের চাদঁপুর দক্ষিণ পাড়ার আনারুল ইসলামের স্ত্রী ৫ সন্তানের জননী মাসুদা বেগমের (৪০) সঙ্গে একই গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে মো: মোস্তাক আলীর (৩০) সঙ্গে বিগত ৫বছর যাবত পরকিয়া প্রেম চলে আসছিল। পরে গত শনিবার রাতে পরকীয়া প্রেমিক মোস্তাক আহমেদ প্রেমিকার বাড়িতে গেলে তাদের অবৈধ মেলামেশা দেখে ফেলে প্রেমিকার বড় ছেলে। এ সময় প্রেমিক মোস্তাক দৌড়ে পালিয়ে যায়। পরে প্রেমিকার স্বামী ও সন্তানরা তাকে বাড়ি থেকে বের করে দিলে তিনি মোস্তাকের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করে।
অনশনরত মাসুদা বেগম জানান, মোস্তাক আমাকে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে শারীরিক সম্পর্ক করে। পরে শনিবার রাতে মোস্তাক আমার বাড়িতে গেলে আমার স্বামী ও সন্তানরা দেখে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমার কোনো উপায় নেই। তাই মোস্তাকের বাড়িতে এসে উঠেছি বিয়ের দাবিতে। সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই।
তিনি আরো জানান, মোস্তাক ও তার পরিবারের লোকজন আমাকে নিয়ে নানা টালবাহানা করছে।
পরকীয়া প্রেমিক মোস্তাক আলী জানান, আমি তাকে কখনো বিয়ের কথা বলিনি। কিন্ত সে আমাকে ফাঁসানোর জন্য আমার বাড়িতে এসে বিয়ের দাবি করছে।
উপজেলার তালম ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক জানান, ঘটনার পর গ্রামের লোকজন আমার কাছে এসেছে। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 




















