আকাশ আইসিটি ডেস্ক:
এই প্রথম বাজারে এলো অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ইলেকট্রিক স্কুটার। এটি তৈরি করেছে ফ্রান্সের প্রযু্ক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আর্কস।
সিটি নামের এই অ্যানড্রয়েড স্কুটারটি ইউরোপের বাজারে পাওয়া যাচ্ছে। মূল্য ৪৯৯.৯৯ ডলার।
আর্কস দাবি করছে তাদের নতুন এই স্কুটারটি ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। এক চার্জে এটি ২৫ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।
স্কুটারটিতে রয়েছে ৫ ইঞ্চির টাচ প্যানেল। এতে অ্যানড্রয়েড অরিও অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই টাচ প্যানেলটি স্কুটারটির ড্যাশবোর্ডে মাল্টিমিডিয়া হিসেবে কাজ করবে।
ডিভাইসটিতে কোয়াডকোর চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে আছে ১ জিবি র্যাম ও ৮ জিবি রম।
আর্কস দাবি করছে তাদের ডিভাইসটি ওয়েদার প্রুফ। কানেকটিভিটির জন্য এতে ওয়াফাই, জিপিএস, থ্রিজি রয়েছে। এটি স্কুটারটির গতি পরিমাপ, দূরত্ব এবং ব্যাটারির অবস্থা জানাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























