অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
হঠাৎ করে অনেকেরই কানে এসেছিল শিশুর কান্নার শব্দ। মাঠে খেলাধুলা করার সময়। স্বাভাবিক ভাবে খেলা থামিয়ে দিল এবং খোঁজা শুরু করলো কোথা থেকে আসছে এই কান্নার শব্দ। অবশেষে আবিষ্কৃত হল মাটির নীচে পোঁতা রয়েছে এক সদ্যোজাত শিশু।তাকে উদ্ধার করার পরে দেখা যায়, কাদায় লেপা সারা শরীর পোকামাকড়ের কামড়ে ক্ষতবিক্ষত হওয়ার পরেও সে বেঁচে রয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।
একটি সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, এক ষোলো বছরের কিশোরী ওই শিশুর মা। ওই কিশোরী আসলে ধর্ষণের কারণেই গর্ভবতী হয়ে পড়েছিল। তাকে ধর্ষণ করে প্রতিবেশী এক কিশোর। সেই অবস্থাতেই ওই কিশোরীর বিয়ে দিয়েছিল পরিবার। তারপর তাকে বাপের বাড়িতে ফিরিয়ে আনা হয়। সেখানেই শিশুটিকে জন্ম দেয় সে। প্রসবের পরে ওই শিশুকে মাটিতে কবর দিয়ে দেওয়া হয়।
ওই কিশোরীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ধর্ষক কিশোরকেও।
জানা গিয়েছে, কিশোরীর স্বামী বিয়ের পরে জানতে পারেন কিশোরীর গর্ভবতী হয়ে পড়ার খবর। তিনি ওই শিশুকে মেনে নিতে চাননি। তাই তাকে মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। মাটির ১০ ইঞ্চি নীচে তাকে পুঁতে দেওয়ার কয়েক ঘণ্টা পরেও বেঁচে গিয়েছে শিশুটি। তবে তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। চিকিৎসা চলছে হাসপাতালে।
আকাশ নিউজ ডেস্ক 
























