আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের নয়াদিল্লিতে ন্যক্কারজনক বর্ববরতার ঘটনা ঘটেছে। সেখানকার লক্ষ্মী নগরে প্রকাশ্যে এক পরিবারের ওপর চালানো নৃশংস হামলার ঘটনায় স্তম্ভিত রাজধানীবাসী।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আবাসিক এলাকায় একটি জিম বা ব্যায়ামাগার পরিচালনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। এতে এক ব্যক্তি মারধরের শিকার হন, তার স্ত্রীকে শ্লীলতাহানি করা হয় এবং তাদের ছেলেকে প্রকাশ্যে নগ্ন করে পেটানোর অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, ঘটনাটি ঘটে গত ২ জানুয়ারি। পুরো হামলার দৃশ্য আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যা তদন্তের অংশ হিসেবে জব্দ করা হয়েছে।
জানা গেছে, রাজেশ গর্গ নামের এক ব্যক্তি লক্ষ্মী নগরে নিজের বাড়ির বেজমেন্টে একটি জিম পরিচালনা করেন। তিনি জানান- জিমের কেয়ারটেকার সতীশ যাদব তাকে প্রতারণা করে ব্যবসা দখলের চেষ্টা করছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরেই দু’জনের মধ্যে বিরোধ চলছিল।
ঘটনার দিন রাজেশ গর্গ ও তার স্ত্রী বেজমেন্টে পানির লিকেজ পরীক্ষা করতে গেলে সতীশ যাদব কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে হাজির হন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে রাজেশ গর্গকে ঘুষি ও লাথি মেরে মারধর করা হয় বলে অভিযোগ। একই সঙ্গে তার স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগও ওঠে।
পুলিশ জানায়, দম্পতির ছেলে চিৎকার শুনে নিচে এলে হামলাকারীরা তাকে ধরে রাস্তায় টেনে নিয়ে যায়। এরপর প্রকাশ্যে তাকে নগ্ন করে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার পুরো ক্রম নির্ধারণের চেষ্টা চলছে। অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত জোরদার করা হয়েছে। প্রকাশ্যে রাস্তায় এমন বর্বর হামলা রাজধানীর নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
আকাশ নিউজ ডেস্ক 























