ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট রামাফোসা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদ থেকে জ্যাকব জুমার সরে যাওয়ার পরদিন পার্লামেন্টের ভোটে দেশটির নতুর প্রেসিডেন্ট হয়েছেন সিরিল রামাফোসা। দুর্নীতি আর অর্থনৈতিক অস্থিতিশীল অবস্থা সফলভাবে সামলা দেয়াই হবে এখন তার প্রধান কাজ।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) প্রার্থী হিসেবে রামাফোসার নাম ঘোষণা করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন। ক্ষমতাসীন দলের এমপি’রা গান গেয়ে তার নাম ঘোষণা করেন।

প্রেসিডেন্ট হিসাবে প্রথম ভাষণে ৬৫ বছর বয়সী রামাফোসা বলেছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়বেন। পূর্বসূরি জুমার আমলে দেশ যে দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

দুর্নীতিতে জড়িত থাকাকে কেন্দ্র করেই ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) চাপে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন জ্যাকব জুমা। তার আগে নয় বছর ক্ষমতায় ছিলেন তিনি।

জুমার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ থাকলেও তিনি বরাবরই সব অস্বীকার করে এসেছেন।

এখন জুমার বিদায়ের পর রামাফোসার আগমনে দক্ষিণ আফ্রিকায় নতুন আশা সঞ্চার হয়েছে।

নতুন প্রেসিডেন্টের জন্য এখন জুমা আমলে হওয়া দুর্নীতির বিষয়টি সফলভাবে সামাল দেওয়া ছাড়াও আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করা। দেশটিতে বেকারত্ব কমানোর জন্য বিনিয়োগ নিশ্চিত করতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে তাকে।

শুক্রবার জাতির উদ্দেশে স্টেট অব দ্য ন্যাশন ভাষণ দেওয়ার কথা রয়েছে রামাফোসার। দক্ষিণ আফ্রিকায় এ কথা প্রচলিত রয়েছে যে, ১৯৯৪ সালে এএনসি ক্ষমতায় আসার পর থেকেই রামাফোসার নজর ছিল প্রেসিডেন্ট পদের প্রতি।

নেলসন ম্যান্ডেলা তাকে নিজের উত্তরসূরি হিসেবে মনোনীত না করায় তিনি বেশ হতাশ হয়ে পড়েছিলেন। পরবর্তীতে রাজনীতি বাদ দিয়ে ব্যবসার দিকে ঝুঁকেছিলেন।

অবশেষে তার স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি আফ্রিকার ভেঙে পড়া অর্থনীতি জাগিয়ে তোলার প্রতি অগ্রাধিকার দেয়ার কথা বলেছেন।

কিন্তু কাজটা অতি সহজ হবে না, তা সবারই জানার কথা। দক্ষিণ আফ্রিকায় বর্তমানে প্রায় ৩০ শতাংশ বেকারত্ব রয়েছে। আর তরুণদের ক্ষেত্রে সেটা আরও ১০ শতাংশ বেশি।

দেশে প্রবৃদ্ধির হার সর্বনিম্ম পর্যায়ে রয়েছে। বিনিয়োগে আস্থা হারিয়ে ফেলেছেন বিনিয়োগকারীরা। সরকারের হৃদপিণ্ড থেকে দুর্নীতির অবসান ঘটিয়ে বিনিয়োগে আস্থা ফেরানোই হবে এখন রামাফোসার প্রধান কাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ক্ষমতাসীন দলকে ‘স্যাডিস্ট ও ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র

দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট রামাফোসা

আপডেট সময় ০২:২২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদ থেকে জ্যাকব জুমার সরে যাওয়ার পরদিন পার্লামেন্টের ভোটে দেশটির নতুর প্রেসিডেন্ট হয়েছেন সিরিল রামাফোসা। দুর্নীতি আর অর্থনৈতিক অস্থিতিশীল অবস্থা সফলভাবে সামলা দেয়াই হবে এখন তার প্রধান কাজ।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) প্রার্থী হিসেবে রামাফোসার নাম ঘোষণা করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন। ক্ষমতাসীন দলের এমপি’রা গান গেয়ে তার নাম ঘোষণা করেন।

প্রেসিডেন্ট হিসাবে প্রথম ভাষণে ৬৫ বছর বয়সী রামাফোসা বলেছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়বেন। পূর্বসূরি জুমার আমলে দেশ যে দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

দুর্নীতিতে জড়িত থাকাকে কেন্দ্র করেই ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) চাপে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন জ্যাকব জুমা। তার আগে নয় বছর ক্ষমতায় ছিলেন তিনি।

জুমার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ থাকলেও তিনি বরাবরই সব অস্বীকার করে এসেছেন।

এখন জুমার বিদায়ের পর রামাফোসার আগমনে দক্ষিণ আফ্রিকায় নতুন আশা সঞ্চার হয়েছে।

নতুন প্রেসিডেন্টের জন্য এখন জুমা আমলে হওয়া দুর্নীতির বিষয়টি সফলভাবে সামাল দেওয়া ছাড়াও আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করা। দেশটিতে বেকারত্ব কমানোর জন্য বিনিয়োগ নিশ্চিত করতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে তাকে।

শুক্রবার জাতির উদ্দেশে স্টেট অব দ্য ন্যাশন ভাষণ দেওয়ার কথা রয়েছে রামাফোসার। দক্ষিণ আফ্রিকায় এ কথা প্রচলিত রয়েছে যে, ১৯৯৪ সালে এএনসি ক্ষমতায় আসার পর থেকেই রামাফোসার নজর ছিল প্রেসিডেন্ট পদের প্রতি।

নেলসন ম্যান্ডেলা তাকে নিজের উত্তরসূরি হিসেবে মনোনীত না করায় তিনি বেশ হতাশ হয়ে পড়েছিলেন। পরবর্তীতে রাজনীতি বাদ দিয়ে ব্যবসার দিকে ঝুঁকেছিলেন।

অবশেষে তার স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি আফ্রিকার ভেঙে পড়া অর্থনীতি জাগিয়ে তোলার প্রতি অগ্রাধিকার দেয়ার কথা বলেছেন।

কিন্তু কাজটা অতি সহজ হবে না, তা সবারই জানার কথা। দক্ষিণ আফ্রিকায় বর্তমানে প্রায় ৩০ শতাংশ বেকারত্ব রয়েছে। আর তরুণদের ক্ষেত্রে সেটা আরও ১০ শতাংশ বেশি।

দেশে প্রবৃদ্ধির হার সর্বনিম্ম পর্যায়ে রয়েছে। বিনিয়োগে আস্থা হারিয়ে ফেলেছেন বিনিয়োগকারীরা। সরকারের হৃদপিণ্ড থেকে দুর্নীতির অবসান ঘটিয়ে বিনিয়োগে আস্থা ফেরানোই হবে এখন রামাফোসার প্রধান কাজ।