অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের পর খুন করে খালের পানিতে ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে তার দেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার ঘটনাটি ঘটে ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহরে।
পুলিশ জানিয়েছে, টিউশন থেকে সাইকেলে করে বাড়িতে ফিরছিল ওই ছাত্রী। সে সময় দুষ্কৃতীরা গাড়ি নিয়ে এসে তার পথ আটকায়। বাধা দেয়ার চেষ্টা করতেই জোর করে ওই ছাত্রীকে গা়ড়িতে তুলে নিয়ে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।
সে দিনের পর থেকেই নিখোঁজ ছিলেন ওই ছাত্রী। তার পরিবার পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরি করেন। অপহরণের ঠিক দু’দিন পরেই বুলন্দশহরের একটি খাল থেকে ছাত্রীর দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই পুলিশে খবর দেন।
প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে, ছাত্রীকে গণধর্ষণ করার পর গলা টিপে খুন করা হয়। ওই দিনের অপহরণের ঘটনা সিটিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করা হয়েছে। তাদের জেরা করে ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা চলছে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























