ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

এডিসন গ্রুপের সেলফি স্পেশালিস্ট ফোন হেলিও এস ১০

অাকাশ আইসিটি ডেস্ক:

হেলিও এস ১০ খুবই প্রিমিয়াম বিল্ট এবং স্লিম। ব্যাকপার্ট এর মেইন প্যানেল মেটাল এবং সাধারনভাবেই সাইড প্যানেল প্লাস্টিক খুব সম্ভবত। মাঝখানে ছোট একটি ক্যামেরা বাম্প আছে যা ব্যাক ডিজাইনে নতুনত্ব দিয়েছে। বডি খুব রাফ & টাফ। যদিও ডিসপ্লে বেজেলখানি আরেকটু চিকন হলে বেশি সুন্দর লাগতো।

আর সিম কার্ড স্লট হিসেবে আছে হাইব্রিড স্লট যাতে দুটি সিম অথবা, একটি সিম এবং একটি মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন। Display – Helio S10 এ ব্যবহার হয়েছে 5.5` inch Full HD Ips Display। ডিসপ্লে কন্টেন্ট উপভোগ্য ছিলো সবসময় এর কালার একুরেসির কারনে। কোনো এক্সেসিভ কালার হিউ দেখতে পাওয়া যায়নি এবং সাদা ব্যাকগ্রাউন্ডে গেলেও ওভার এক্সপোজড হয়ে যাচ্ছিলোনা। ডিসপ্লে তে কর্নিং গরিলা গ্লাস ৩ ব্যবহার হয়েছে প্রটেকশনের জন্য। তাই স্ক্র‍্যাচ নিয়ে তেমন চিন্তা নেই তবুও এক্সট্রা গ্লাস প্রটেকশন লাগানো ভালো। তাছাড়া ২.৫ডি গ্লাসের ডিসপ্লেতে ভিউয়িং এংগেল নিয়ে কোনো সমস্যা হচ্ছিলো না।

ক্যামেরাঃ
প্রথমে থাকছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা নিয়ে। এর কোয়ালিটি ভালোই ছিলো ডে লাইটে। কিছুসময় অতিরিক্ত স্যাচুরেটেড ইমেজ বিরক্তি লাগতে পারে অনেকের কাছে আবার অনেকের কাছে ভালো ও লাগতে পারে। ইমেজ শার্পনেস, কন্ট্র‍্যাস্ট নিয়ে কোনো অবজেকশন থাকছেনা তবে লো লাইটে এই ক্যামেরা দিয়ে অতটা ভালো ছবি তোলা একটু কস্টকরই হবে। তবে মজা পাবেন এর ফ্রন্ট ক্যামেরাতে। এর ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাতে সামনে ফ্রন্ট ফ্ল্যাশ এ আছে ‘সেলফি ফ্ল্যাশ ল্যাম্প’। রেগুলার ফ্ল্যাশ এর চাইতে এই সেলফি ফ্ল্যাশ ল্যাম্প অনেক বেশী পাওয়ারফুল। কারন এর ফ্রন্ট ক্যাম বেশ ভালো পরিমানের ওয়াইড । খুব সহজেই সেল্ফি এবং গ্রুপফীর জন্য মানিয়ে নেওয়া যায়।

ব্যাটারিঃ
4010 mah lithium polymar ব্যাটারি আছে Helio S10 সেটটিতে। গোটাদিন চালিয়ে ব্যাটারি শেষ করা খুব কস্টসাধ্য ব্যাপার। প্রায় ৮ ঘন্টার মত Sot বা Screen on time পাওয়া গেছে। তাছাড়া এটি ফাস্ট চার্জিং এনাবল্ড। চেক করে দেখলাম বক্সের সাথে দেওয়া চার্জারে ২০% চার্জ থেকে একদম কারেক্ট ৩০ মিনিট সময়ে ৭০ পার্সেন্ট চার্জ হয়েছে । তাই ব্যাটারি ব্যাকাপ নিয়ে চিন্তার কিছু নেই।

হার্ডওয়্যারঃ
Haedware এ Helio S10 এও Mediatek mt6755 chipset যার প্রসেসর ক্লকস্পিড ১.৯৫ গিগাহার্জ। এন্ট্রি টু মিড লেভেল এর চিপ মোটামুটি পাওয়ারফুল। ডে টু ডে টাস্কে ভালো হ্যান্ডেল করবে। ৪ জিবি র‍্যামের কারনে মাল্টিটাস্কিং এও ভালো করেছে।

স্টোরেজঃ
ডিভাইসের রম থাকছে ৩২ জিবি এবং এসডি কার্ড দিয়ে তা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

স্পেশাল ফিচারঃ
তাছাড়া এর টাচ অনলি ফিজিক্যাল হোম বাটনে ইম্বেডেড ফিংগারপ্রিন্ট বেশ ফাস্ট এবং একুরেট ছিলো। তবে মাঝে মাঝে কিছুটা মিসরিডিং ও হয়েছে। কিন্তু অসাধারন লেগেছে এর লাউডস্পিকার কোয়ালিটি। প্রায় ডিস্টরশন ফ্রি সহ ভালো পরিমান লাউড ছিলো এর স্পিকার।

সাউন্ডঃ
Helio S10 এ প্রিমিয়াম কোয়ালিটির স্পিকার এ নতুন একটি ইনবিল্ট সাউন্ড সিস্টেম (MaxxAudio) থাকায় ইকুইলাইজার সেট করে হারিয়ে যাওয়া যাবে মিউজিকের চমৎকার ভুবনে।

ইউজার ইন্টারফেসঃ
User Interface – Helio S10 এর মূল আকর্ষন মনে হয়েছে এর ইউজার ইন্টারফেস। Amigo Ui রমের ডিভাইসটি Android 7.0 নউগাট রানিং। সো এর রম একদম নতুন এমিগো ইউয়াই। নতুন অনেক ফিচার এড করা হয়েছে, ট্রাঞ্জিশন ইফেক্ট গুলোর মধ্যে এসেছে পরিবর্তন। নউগাট হওয়ায় মাল্টি ইউন্ডো ফিচার তো আছেই এবং হোম বাটনে আংগুল স্লাইড করলে পাশে একটি এজ বার আশে যাতে ফ্রিকুয়েন্ট ইউজড এপ গুলো দেখা যায়। সেটিং মেনুতেও পরিবর্তন এসেছে। রেগুলার সেটিং এবং এক্সট্রা টুইকস আলাদা বারে পাওয়া যাবে এখন আরেকটা ব্যাপার হচ্ছে ইন্টারফেস এর মধ্যে Helio S10 নামেই একটি এ্যাপ আচ্ছে যার ভেতরে ঢুকলে Helio এর হটলাইন নাম্বার সহ সকল কাস্টমার কেয়ারের তথ্য পাওয়া যায়। ওভারল ইউয়াই নিয়ে স্যাটিস্ফাইড। অন্যদের মতো ল্যাগি ইউয়াই না অন্তত। তবে হেভি রম হওয়ায় ভালো পরিমান র‍্যাম ফ্রি থাকলে সুবিধা হবে। তাছাড়া আরেক ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এতে Ir সুবিধা আছে যা দিয়ে স্মার্ট টিভি, এসি এসব কন্ট্রোল করতে পারবেন মোবাইল দিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

এডিসন গ্রুপের সেলফি স্পেশালিস্ট ফোন হেলিও এস ১০

আপডেট সময় ০২:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭

অাকাশ আইসিটি ডেস্ক:

হেলিও এস ১০ খুবই প্রিমিয়াম বিল্ট এবং স্লিম। ব্যাকপার্ট এর মেইন প্যানেল মেটাল এবং সাধারনভাবেই সাইড প্যানেল প্লাস্টিক খুব সম্ভবত। মাঝখানে ছোট একটি ক্যামেরা বাম্প আছে যা ব্যাক ডিজাইনে নতুনত্ব দিয়েছে। বডি খুব রাফ & টাফ। যদিও ডিসপ্লে বেজেলখানি আরেকটু চিকন হলে বেশি সুন্দর লাগতো।

আর সিম কার্ড স্লট হিসেবে আছে হাইব্রিড স্লট যাতে দুটি সিম অথবা, একটি সিম এবং একটি মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন। Display – Helio S10 এ ব্যবহার হয়েছে 5.5` inch Full HD Ips Display। ডিসপ্লে কন্টেন্ট উপভোগ্য ছিলো সবসময় এর কালার একুরেসির কারনে। কোনো এক্সেসিভ কালার হিউ দেখতে পাওয়া যায়নি এবং সাদা ব্যাকগ্রাউন্ডে গেলেও ওভার এক্সপোজড হয়ে যাচ্ছিলোনা। ডিসপ্লে তে কর্নিং গরিলা গ্লাস ৩ ব্যবহার হয়েছে প্রটেকশনের জন্য। তাই স্ক্র‍্যাচ নিয়ে তেমন চিন্তা নেই তবুও এক্সট্রা গ্লাস প্রটেকশন লাগানো ভালো। তাছাড়া ২.৫ডি গ্লাসের ডিসপ্লেতে ভিউয়িং এংগেল নিয়ে কোনো সমস্যা হচ্ছিলো না।

ক্যামেরাঃ
প্রথমে থাকছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা নিয়ে। এর কোয়ালিটি ভালোই ছিলো ডে লাইটে। কিছুসময় অতিরিক্ত স্যাচুরেটেড ইমেজ বিরক্তি লাগতে পারে অনেকের কাছে আবার অনেকের কাছে ভালো ও লাগতে পারে। ইমেজ শার্পনেস, কন্ট্র‍্যাস্ট নিয়ে কোনো অবজেকশন থাকছেনা তবে লো লাইটে এই ক্যামেরা দিয়ে অতটা ভালো ছবি তোলা একটু কস্টকরই হবে। তবে মজা পাবেন এর ফ্রন্ট ক্যামেরাতে। এর ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাতে সামনে ফ্রন্ট ফ্ল্যাশ এ আছে ‘সেলফি ফ্ল্যাশ ল্যাম্প’। রেগুলার ফ্ল্যাশ এর চাইতে এই সেলফি ফ্ল্যাশ ল্যাম্প অনেক বেশী পাওয়ারফুল। কারন এর ফ্রন্ট ক্যাম বেশ ভালো পরিমানের ওয়াইড । খুব সহজেই সেল্ফি এবং গ্রুপফীর জন্য মানিয়ে নেওয়া যায়।

ব্যাটারিঃ
4010 mah lithium polymar ব্যাটারি আছে Helio S10 সেটটিতে। গোটাদিন চালিয়ে ব্যাটারি শেষ করা খুব কস্টসাধ্য ব্যাপার। প্রায় ৮ ঘন্টার মত Sot বা Screen on time পাওয়া গেছে। তাছাড়া এটি ফাস্ট চার্জিং এনাবল্ড। চেক করে দেখলাম বক্সের সাথে দেওয়া চার্জারে ২০% চার্জ থেকে একদম কারেক্ট ৩০ মিনিট সময়ে ৭০ পার্সেন্ট চার্জ হয়েছে । তাই ব্যাটারি ব্যাকাপ নিয়ে চিন্তার কিছু নেই।

হার্ডওয়্যারঃ
Haedware এ Helio S10 এও Mediatek mt6755 chipset যার প্রসেসর ক্লকস্পিড ১.৯৫ গিগাহার্জ। এন্ট্রি টু মিড লেভেল এর চিপ মোটামুটি পাওয়ারফুল। ডে টু ডে টাস্কে ভালো হ্যান্ডেল করবে। ৪ জিবি র‍্যামের কারনে মাল্টিটাস্কিং এও ভালো করেছে।

স্টোরেজঃ
ডিভাইসের রম থাকছে ৩২ জিবি এবং এসডি কার্ড দিয়ে তা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

স্পেশাল ফিচারঃ
তাছাড়া এর টাচ অনলি ফিজিক্যাল হোম বাটনে ইম্বেডেড ফিংগারপ্রিন্ট বেশ ফাস্ট এবং একুরেট ছিলো। তবে মাঝে মাঝে কিছুটা মিসরিডিং ও হয়েছে। কিন্তু অসাধারন লেগেছে এর লাউডস্পিকার কোয়ালিটি। প্রায় ডিস্টরশন ফ্রি সহ ভালো পরিমান লাউড ছিলো এর স্পিকার।

সাউন্ডঃ
Helio S10 এ প্রিমিয়াম কোয়ালিটির স্পিকার এ নতুন একটি ইনবিল্ট সাউন্ড সিস্টেম (MaxxAudio) থাকায় ইকুইলাইজার সেট করে হারিয়ে যাওয়া যাবে মিউজিকের চমৎকার ভুবনে।

ইউজার ইন্টারফেসঃ
User Interface – Helio S10 এর মূল আকর্ষন মনে হয়েছে এর ইউজার ইন্টারফেস। Amigo Ui রমের ডিভাইসটি Android 7.0 নউগাট রানিং। সো এর রম একদম নতুন এমিগো ইউয়াই। নতুন অনেক ফিচার এড করা হয়েছে, ট্রাঞ্জিশন ইফেক্ট গুলোর মধ্যে এসেছে পরিবর্তন। নউগাট হওয়ায় মাল্টি ইউন্ডো ফিচার তো আছেই এবং হোম বাটনে আংগুল স্লাইড করলে পাশে একটি এজ বার আশে যাতে ফ্রিকুয়েন্ট ইউজড এপ গুলো দেখা যায়। সেটিং মেনুতেও পরিবর্তন এসেছে। রেগুলার সেটিং এবং এক্সট্রা টুইকস আলাদা বারে পাওয়া যাবে এখন আরেকটা ব্যাপার হচ্ছে ইন্টারফেস এর মধ্যে Helio S10 নামেই একটি এ্যাপ আচ্ছে যার ভেতরে ঢুকলে Helio এর হটলাইন নাম্বার সহ সকল কাস্টমার কেয়ারের তথ্য পাওয়া যায়। ওভারল ইউয়াই নিয়ে স্যাটিস্ফাইড। অন্যদের মতো ল্যাগি ইউয়াই না অন্তত। তবে হেভি রম হওয়ায় ভালো পরিমান র‍্যাম ফ্রি থাকলে সুবিধা হবে। তাছাড়া আরেক ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এতে Ir সুবিধা আছে যা দিয়ে স্মার্ট টিভি, এসি এসব কন্ট্রোল করতে পারবেন মোবাইল দিয়ে।