অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল আট বছর বয়সী শিশুটি। চিকিৎসকেরা জানালেন মেয়েটি যৌন নির্যাতনের শিকার। পরিবারের চাপাচাপিতে মেয়েটি জানায়, স্কুলেরই এক ছেলে ওই কাজে জড়িত। তাকে সঙ্গ দিয়েছে আরও পাঁচজন।
ভারতের মহারাষ্ট্র প্রদেশের পুনা শহরের কোন্দওয়াতে ঘটেছে এই ঘটনা। শিশুটির পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়েটি মাঝে মাঝেই পেটে ব্যথার কথা বলত। তখন বিষয়টিকে আমল দেননি তারা। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে বিষয়টি সামনে আসে। শিশুটিকে পরীক্ষা করে চিকিৎসকেরা জানান বিগত পাঁচ মাস ধরে তার ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে।
শিশুটির পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করেছে ওই তরুণ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই তরুণকে জেরা করে জানা গিয়েছে তার সঙ্গে আরও পাঁচজন ওই অপরাধে সঙ্গ দিয়েছে। আর এই অভিযুক্ত পাঁচজনের প্রত্যেকেই নাবালক। তাদের বয়স ১২ থেকে ১৯-এর মধ্যে। চকোলেট দেয়ার নাম করে নির্জন স্থানে নিয়ে গিয়ে শিশুটির ওপর নির্যাতন চালিয়েছে ওই ছয়জন। মুখ বন্ধ রাখার জন্য শিশুটিকে হুমকিও দেয় তারা। অভিযুক্ত ওই নাবালকদের খোঁজ শুরু করেছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 

























