অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরকে অপসারণ করা হয়নি। তিনি কায়রোয় আরব লিগের সম্মেলনে যোগ দিয়েছেন এবং মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুসালেমে সরানোর মার্কিন সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন।
আলমাসদার ওয়েবসাইট আদেল আল জুবায়েরের পরিবর্তে প্রিন্স খালেদ বিন সালমানকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী করা সংক্রান্ত তাদের শুক্রবারের খবর প্রত্যাহার করে নিয়েছে। আলমাসদার ও আরো দুই সূত্রের উদ্ধৃতি দিয়ে মিডল ইস্ট আই এ ব্যাপারে যে সংবাদ পরিবেশন করেছিল, তা সঠিক ছিল না। এ খবর সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সৌদি আরবের পররাষ্ট্রনীতির সমালোচনা এবং ইয়েমেন, কাতার ও লেবাননের ব্যাপারে সংযত আচরণের আহ্বান জানিয়ে বক্তব্য দেয়ার পর এ খবর প্রকাশিত হয়।
শনিবার আরব লিগের সম্মেলনে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের দূতাবাস তেলআবিব থেকে জেরুসালেমে সরানোর সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানায়। আল জুবায়ের বলেন, আমার সরকার যুক্তরাষ্ট্র প্রশাসনকে তাদের সিদ্ধান্ত বাতিলের এবং ফিলিস্তিনি জনগণকে তাদের বৈধ অধিকার লাভের সুযোগ দিতে আন্তর্জাতিক অভিপ্রায়ের প্রতি সমর্থন দেয়ার আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্র যেন বিবেচনায় রাখে, এই পদক্ষেপ জেরুসালেম ও অন্যান্য অধিকৃত ভূখণ্ডের ফিলিস্তিনি জনগণের দৃঢ় মনোবলের পরিবর্তন ঘটাবে না। বরং এটি হবে শান্তি প্রচেষ্টা এগিয়ে নেয়ার চেষ্টা থেকে সরে আসা এবং এতে যুক্তরাষ্ট্রের অবস্থানে ব্যত্যয় ঘটাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























