ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি নিহত, আহত ২৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার রাতে চালানো ওই হামলায় ছয় মাস বয়সী শিশুসহ আরো ২৫ জন ফিলিস্তিনি আহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ আশরাফ আল-ক্বিদরা স্থানীয় গণমাধ্যমকে জানান, গাজা শহরের দক্ষিণে কাসাম ব্রিগেডের সশস্ত্র বিদ্রোহীদের প্রশিক্ষণ ঘাঁটি থেকে দুই হামাস যোদ্ধার লাশ উদ্ধার করা হয়। নিহত দুইজন হলেন, মাহমুদ আল-আতাল(২৮) এবং মোহাম্মদ সাফাদি(৩০)।

গাজা থেকে রকেট ছোঁড়ার অভিযোগে ইসরাইল শুক্রবার রাতে এ বিমান হামলা চালায়। ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করে, ইসরাইলের মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় গাজা থেকে ছোঁড়া একটি রকেট অকেজো হয়ে পড়ে। দ্বিতীয়টি ইসরাইলি ভূখণ্ডে পৌঁছেনি। ইসরাইলি দৈনিক হারেটজ জানায়, গাজা থেকে ছোঁড়া তৃতীয় রকেটটি ইসরাইলে আঘাত করলেও কোন ধরণের হতাহতের খবর পাওয়া যায়নি।

ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস এক টুইটার বার্তায় জানায়, ফিলিস্তিনের উত্তর গাজা অংশে ইসরাইলি জেট বিমানগুলো হামলা চালাচ্ছে। তবে ইসরাইলি গণমাধ্যম বলছে, হামাসের সামরিক স্থাপনা লক্ষ করে এ হামলা হয়েছে।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলে ফিলিস্তিনি জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে্ন বলে দাবি করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, এতে আহত হয়েছেন আট শতাধিকের বেশি ফিলিস্তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরাইলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি নিহত, আহত ২৫

আপডেট সময় ০১:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার রাতে চালানো ওই হামলায় ছয় মাস বয়সী শিশুসহ আরো ২৫ জন ফিলিস্তিনি আহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ আশরাফ আল-ক্বিদরা স্থানীয় গণমাধ্যমকে জানান, গাজা শহরের দক্ষিণে কাসাম ব্রিগেডের সশস্ত্র বিদ্রোহীদের প্রশিক্ষণ ঘাঁটি থেকে দুই হামাস যোদ্ধার লাশ উদ্ধার করা হয়। নিহত দুইজন হলেন, মাহমুদ আল-আতাল(২৮) এবং মোহাম্মদ সাফাদি(৩০)।

গাজা থেকে রকেট ছোঁড়ার অভিযোগে ইসরাইল শুক্রবার রাতে এ বিমান হামলা চালায়। ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করে, ইসরাইলের মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় গাজা থেকে ছোঁড়া একটি রকেট অকেজো হয়ে পড়ে। দ্বিতীয়টি ইসরাইলি ভূখণ্ডে পৌঁছেনি। ইসরাইলি দৈনিক হারেটজ জানায়, গাজা থেকে ছোঁড়া তৃতীয় রকেটটি ইসরাইলে আঘাত করলেও কোন ধরণের হতাহতের খবর পাওয়া যায়নি।

ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস এক টুইটার বার্তায় জানায়, ফিলিস্তিনের উত্তর গাজা অংশে ইসরাইলি জেট বিমানগুলো হামলা চালাচ্ছে। তবে ইসরাইলি গণমাধ্যম বলছে, হামাসের সামরিক স্থাপনা লক্ষ করে এ হামলা হয়েছে।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলে ফিলিস্তিনি জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে্ন বলে দাবি করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, এতে আহত হয়েছেন আট শতাধিকের বেশি ফিলিস্তিনি।