অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
চীনের দক্ষিণাঞ্চলীয় হেবাই প্রদেশের এলাকাতে এক সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রানহানি ঘটেছে ও নয়জন আহত হয়েছেন। এই দুর্ঘটনার তথ্য জানিয়েছেন সিনহুয়া।
কর্তৃপক্ষ জানায় ঝাংজিয়াকুউর টাউনশিপ নগরীর হুয়াংমেই পৌর এলাকার একটি জাতীয় মহাসড়কে একটি বাস ও সেমি-ট্রেইলারের মধ্যে সংঘর্ষ হওয়ার কারনে ঘটনাস্থলে আটজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো তিনজনের প্রানহানি ঘটেছে।