অাকাশ আইসিটি ডেস্ক:
বঙ্গবন্ধু কমিউনিকেশন স্যাটেলাইট বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিসিএসবি)এর লিখিত পরীক্ষাটি ২১ জুলাই সকাল সাড়ে ৯টায় মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) অনুষ্ঠিত হবে। সাত ধরনের পদে মোট ১৮ জনকে নিয়োগ দেয়া হবে।
৯ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদন থেকে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। সেখান থেকে নির্বাচিতদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের তত্ত্বাবধায়ন, কার্যক্রম, বাণিজ্যিক উন্নতি সাধন এবং অন্যান্য কাজ পরিচালনায় এসব নিয়োগ দেয়া হবে। স্যাটেলাইট ইঞ্জিনিয়ার (এসএটি-ই) পদে দুজন, মিশন ইঞ্জিনিয়ার (এমআইএস-ই) একজন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (এনইটি-ই) দুজন, স্যাটেলাইট কন্ট্রোলার (এসইটি-সি) চারজন, মনিটরিং অ্যান্ড কন্ট্রোল অপারেটর পাঁচজন, কম্পিউটার ইঞ্জিনিয়ার (সিপিটি-ই) দু’জন এবং গ্রাউন্ড স্টেশন মেইন্টেনার (জিএস-এম) পদে দু’জনসহ মোট ১৮ জনকে নিয়োগ দেয়া হবে।
দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনার জন্য ‘বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড’ গঠনের প্রক্রিয়া চলছে। কোম্পানির অনুমোদিত মূলধন হবে ৫ হাজার কোটি টাকা এবং এর ৫০০ কোটি শেয়ার হবে ১০ টাকা মূল্যের।
৩ জুলাই সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।