আকাশ নিউজ ডেস্ক:
শীত মানেই মজার সব সবজি। সবজি বিভিন্ন উপায়ে রান্না করে খাওয়া হয়। চাইলে তৈরি করতে পারেন মজাদার পাকোড়া। ঝটপট বিকেলের নাস্তায় কিংবা শিশুর টিফিনে রাখতে পারেন সবজি পাকোড়া। রইলো রেসিপি-
উপকরণ: ময়দা ৩ কাপ, কর্ণফ্লাওয়ার ২ চা চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, নুডলস ১ কাপ, ডিম ১ টি, গাজর কুচি ১ কাপ, আলু কুচি ১ কাপ, সিম কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, বাঁধাকপি ১ কাপ, মরিচ কুচি ৭-৮ টি, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ (ঝাল খেলে মরিচ গুঁড়া ১ চা চামচ), লবণ পরিমানমতো, তেল ভাজার জন্য।
প্রণালি: প্রথমে নুডলস সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। গাজর, আলু, বাঁধাকপি, সিম সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ, মরিচ, ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা ও লবণ দিয়ে সামান্য পানিসহ মেখে নিতে হবে। এরপর হাত দিয়ে ছোট ছোট পাকোড়া বানিয়ে ডুবো তেলে ভালোভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মচমচে মিক্সড সবজি পাকোড়া।
আকাশ নিউজ ডেস্ক 

























