ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের আবারও বিক্ষোভে নামার ডাক রেজা পাহলভির, মেলেনি সাড়া মানবিক বাংলাদেশ গড়ায় আপনাদের সহযোগিতা চাই : নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

আইএসের দখলে থাকা রাওয়া পুনর্দখলের দাবি ইরাকের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা সর্বশেষ শহর রাওয়া পুনর্দখলের দাবি করেছে ইরাকী বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে ইরাকী বাহিনী ইউফ্রেতিস নদীর উত্তর তীরে অবস্থিত শহরটি দখল নেওয়ার ঘোষণা দেয়। যার মাধ্যমে আইএস ঘোষিত খেলাফতের অবসান হল।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ইসলামিক খেলাফতের ঘোষণা দিয়েছিল আইএস। ইরাকী বাহিনীর জয়েন্ট অপারেশন্স কমান্ড এর পক্ষ থেকে লে. জেনারেল আব্দুল আমির রশিদ ইয়ারাল্লাহ বলেন, “রাওয়া সম্পূর্ণভাবে মুক্ত এবং সেখানকার ভবনগুলোতে ইরাকের পতাকা উড়ানো হয়েছে।”

প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদি বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টায়’ ইরাকী বাহিনী রাওয়ার দখল নিয়েছে। ইরাক থেকে আইএসকে সম্পূর্ণ নির্মূল করতে গত শনিবার নতুন করে অভিযান শুরু করেছিল ইরাকী বাহিনী। রাওয়ায় অবস্থান করা বেশিরভাগ আইএস যোদ্ধা পালিয়ে মরুভূমির অনেক ভেতরে আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সিরিয়ার সেনাবাহিনীও দেশটিকে সম্পূর্ণরূপে আইএস মুক্ত করার ঘোষণা দিয়েছিল। কিন্তু গত সপ্তাহে আইএস পুনরায় ইরাক সীমান্তবর্তী সিরীয় শহর আলবু কামালে প্রবেশ করে, সেখানে এখন লড়াই চলছে।

ইরাক ও সিরিয়ার মধ্যে ভাগ হওয়া শহরগুলোর একটি রাওয়া। আইএস খেলাফতে ওই অঞ্চলকে ‘ইউফ্রেতিস প্রদেশ’ নাম দেওয়া হয়েছিল বলে জানায় বিবিসি। ইরাক ও সিরিয়ার মধ্যে আইএসের যোদ্ধা, অস্ত্র ও রসদ আদান-প্রদানের গুরুত্বপূর্ণ পথ ছিল রাওয়া। রয়টার্স

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইএসের দখলে থাকা রাওয়া পুনর্দখলের দাবি ইরাকের

আপডেট সময় ১০:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা সর্বশেষ শহর রাওয়া পুনর্দখলের দাবি করেছে ইরাকী বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে ইরাকী বাহিনী ইউফ্রেতিস নদীর উত্তর তীরে অবস্থিত শহরটি দখল নেওয়ার ঘোষণা দেয়। যার মাধ্যমে আইএস ঘোষিত খেলাফতের অবসান হল।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ইসলামিক খেলাফতের ঘোষণা দিয়েছিল আইএস। ইরাকী বাহিনীর জয়েন্ট অপারেশন্স কমান্ড এর পক্ষ থেকে লে. জেনারেল আব্দুল আমির রশিদ ইয়ারাল্লাহ বলেন, “রাওয়া সম্পূর্ণভাবে মুক্ত এবং সেখানকার ভবনগুলোতে ইরাকের পতাকা উড়ানো হয়েছে।”

প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদি বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টায়’ ইরাকী বাহিনী রাওয়ার দখল নিয়েছে। ইরাক থেকে আইএসকে সম্পূর্ণ নির্মূল করতে গত শনিবার নতুন করে অভিযান শুরু করেছিল ইরাকী বাহিনী। রাওয়ায় অবস্থান করা বেশিরভাগ আইএস যোদ্ধা পালিয়ে মরুভূমির অনেক ভেতরে আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সিরিয়ার সেনাবাহিনীও দেশটিকে সম্পূর্ণরূপে আইএস মুক্ত করার ঘোষণা দিয়েছিল। কিন্তু গত সপ্তাহে আইএস পুনরায় ইরাক সীমান্তবর্তী সিরীয় শহর আলবু কামালে প্রবেশ করে, সেখানে এখন লড়াই চলছে।

ইরাক ও সিরিয়ার মধ্যে ভাগ হওয়া শহরগুলোর একটি রাওয়া। আইএস খেলাফতে ওই অঞ্চলকে ‘ইউফ্রেতিস প্রদেশ’ নাম দেওয়া হয়েছিল বলে জানায় বিবিসি। ইরাক ও সিরিয়ার মধ্যে আইএসের যোদ্ধা, অস্ত্র ও রসদ আদান-প্রদানের গুরুত্বপূর্ণ পথ ছিল রাওয়া। রয়টার্স