আকাশ আইসিটি ডেস্ক:
চীনের Tencent WE Summit-এর একটি ভিডিওতে বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ স্টিফেন হকিংয়ের দেওয়া বক্তব্য সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। ওই ভিডিওতে তিনি বলেন, ৬০০ বছরের মধ্যেই ফায়ারবল বা আগুনের গোলা হয়ে উঠবে এই পৃথিবী। জনসংখ্যা বৃদ্ধি এবং শক্তির ব্যয়ের জন্যই এমনটা ঘটবে।
বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানী আরো জানান, মানব অস্তিত্ব সঙ্কটের মুখে। টিকে থাকতে গেলে এমন এক স্থানে যেতে হবে যেখানে এর আগে কেউ যায়নি।
উল্লেখ্য, এরইমধ্যে বোরিস্কা নামের এক রাশিয়ান তরুণের বক্তব্যে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। তার দাবি অনুযায়ী, সে পৃথিবীতে জন্ম নেওয়ার আগে মঙ্গল গ্রহের বাসিন্দা ছিল।
বোরিস্কার মতে, ৩৫ বছরের পর মঙ্গলের বাসিন্দাদের বয়স নাকি আর বাড়ে না, আর তারা প্রযুক্তির দিক থেকেও খুবই উন্নত। সে আরো জানায়, প্রাচীন মিশরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মঙ্গলবাসীদের। তখন পাইলট হিসেবে সে একবার পৃথিবীতে এসেছিল। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
আকাশ নিউজ ডেস্ক 
























