ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস আবারও ঢাকায় শিক্ষার্থীদের অবরোধ, মানুষের ভোগান্তি ‘আগামীতে যারা ক্ষমতায় যাবেন তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করেন’:নজরুল ইসলাম নির্বাচনে কোনও ব্যাঘাত ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে: শামসুজ্জামান দুদু নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত

একটির দাম সাড়ে ১৩ কোটি টাকা, বানানো হয়েছে মাত্র ২৪টি

অাকাশ নিউজ ডেস্ক:

হেনেসি ভেনম এফ৫ নামের এই চোখ ধাঁধোঁনো কারটির মালিক দুনিয়ার মাত্র ২৪ জন হতে পারবেন। কারণ, কোম্পানি বানিয়েছেই ওই ২৪টি।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সেমা অটোমোবাইল শোতে এই গাড়িটি প্রদর্শন করা হয়েছে সম্প্রতি। দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির গাড়ি হতে যাচ্ছে এটি।

মার্কিন কোম্পানি হেনেসির তৈরি অত্যাধুনিক ডিজাইন আর প্রযুক্তিসুবিধা সম্বলিত এই হাইপার কার ঘণ্টায় ৪৮২ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এর আগে পর্যন্ত দ্রুতগতির গাড়ির তালিকায় শীর্ষে ছিল কোয়েনিগসেস ওগেরা আরএস, এটি ঘণ্টায় ৪৪৪.৬ কিলোমিটার পাড়ি দিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছিল।

ভেনম এফ৫-এর বডি তৈরিতে হাল্কা কার্বন ফাইভার এবং অ্যারোডায়নামিক্স কৌশলের চূড়ান্ত উৎকর্ষগত প্রয়োগ করা হয়েছে যার ফলে এটি যেমন মজবুত তেমনি দৃষ্টিনন্দন রূপ ধারণ করেছে। গাড়ির ডিজাইন, চেসিস দুটোই সম্পূর্ণ ভিন্ন ধ্যান ধারণায় নির্মিত। এতে লাগানো হয়েছে নতুন ধরনের টুইন টার্বো বি৮ ইঞ্জিন যা ১৬০০ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারে, আছে ৭ স্পিডের সিঙ্গেল ক্লাচ প্যাডেল শিফট ট্রান্সমিশন সিস্টেম।

মারাত্মক গতি সামাল দিতে এই সুপারকারের জন্য বিশেষ ধরনের টায়ার বানানো হয়েছে। মাত্র ১০ সেকেন্ড সময়ে গতি শূন্য থেকে ৩০০ কিলোমিটারে পৌঁছাতে পারে।

আর ৪০০ কিলোতে স্পিড তুলতে সময় নেবে ৩০ সেকেন্ডেরও কম। মাত্র ২৪টি গাড়ি উৎপাদন করা হয়েছে যার প্রতিটির দাম ১৬ লাখ ডলার (১৩ কোটি ৩২ লাখ টাকা)।

তবে দুরন্ত গতিপ্রিয় সৌখিন গাড়িপ্রেমিকদের হাতে এই গাড়ি আসতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। হেনেসি এখনও বিক্রি-বাট্টা শুরু করেনি হাইপার কার ভেনম এফ৫-এর। আপাতত রেসিং ট্র্যাকেই দেখা মিলবে এর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস

একটির দাম সাড়ে ১৩ কোটি টাকা, বানানো হয়েছে মাত্র ২৪টি

আপডেট সময় ১০:৫৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

হেনেসি ভেনম এফ৫ নামের এই চোখ ধাঁধোঁনো কারটির মালিক দুনিয়ার মাত্র ২৪ জন হতে পারবেন। কারণ, কোম্পানি বানিয়েছেই ওই ২৪টি।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সেমা অটোমোবাইল শোতে এই গাড়িটি প্রদর্শন করা হয়েছে সম্প্রতি। দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির গাড়ি হতে যাচ্ছে এটি।

মার্কিন কোম্পানি হেনেসির তৈরি অত্যাধুনিক ডিজাইন আর প্রযুক্তিসুবিধা সম্বলিত এই হাইপার কার ঘণ্টায় ৪৮২ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এর আগে পর্যন্ত দ্রুতগতির গাড়ির তালিকায় শীর্ষে ছিল কোয়েনিগসেস ওগেরা আরএস, এটি ঘণ্টায় ৪৪৪.৬ কিলোমিটার পাড়ি দিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছিল।

ভেনম এফ৫-এর বডি তৈরিতে হাল্কা কার্বন ফাইভার এবং অ্যারোডায়নামিক্স কৌশলের চূড়ান্ত উৎকর্ষগত প্রয়োগ করা হয়েছে যার ফলে এটি যেমন মজবুত তেমনি দৃষ্টিনন্দন রূপ ধারণ করেছে। গাড়ির ডিজাইন, চেসিস দুটোই সম্পূর্ণ ভিন্ন ধ্যান ধারণায় নির্মিত। এতে লাগানো হয়েছে নতুন ধরনের টুইন টার্বো বি৮ ইঞ্জিন যা ১৬০০ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারে, আছে ৭ স্পিডের সিঙ্গেল ক্লাচ প্যাডেল শিফট ট্রান্সমিশন সিস্টেম।

মারাত্মক গতি সামাল দিতে এই সুপারকারের জন্য বিশেষ ধরনের টায়ার বানানো হয়েছে। মাত্র ১০ সেকেন্ড সময়ে গতি শূন্য থেকে ৩০০ কিলোমিটারে পৌঁছাতে পারে।

আর ৪০০ কিলোতে স্পিড তুলতে সময় নেবে ৩০ সেকেন্ডেরও কম। মাত্র ২৪টি গাড়ি উৎপাদন করা হয়েছে যার প্রতিটির দাম ১৬ লাখ ডলার (১৩ কোটি ৩২ লাখ টাকা)।

তবে দুরন্ত গতিপ্রিয় সৌখিন গাড়িপ্রেমিকদের হাতে এই গাড়ি আসতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। হেনেসি এখনও বিক্রি-বাট্টা শুরু করেনি হাইপার কার ভেনম এফ৫-এর। আপাতত রেসিং ট্র্যাকেই দেখা মিলবে এর।