অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন এক সামরিক রাডার উন্মোচন করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত ইলেক্ট্রনিক শিল্প সংস্থাগুলোর সহায়তায় তৈরি করা হয়েছে ওফাক বা দিগন্ত নামের রাডার।
উপকূলীয় এলাকায় নজরদারিতে ওফাককে ব্যবহার করা যাবে। এর সাহায্যে ২০০ কিলোমিটার তটরেখার ওপর নজর রাখা যাবে। পাশাপাশি আকাশ পথে উড়ে আসা লক্ষ্যবস্তুর ওপরও নজর রাখা যাবে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইলেক্ট্রনিক যুদ্ধোপযোগী উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে ওফাকের। এটি একই সঙ্গে একশ’টি চলমান লক্ষ্যবস্তুর ওপর নজরদারি করতে পারবে বলেও জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 

























