অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমেদ আলে খলিফা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজেসিসি’তে কাতারের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছেন। তানা হলে বাহরাইন এ সংস্থা ত্যাগ করতে পারে বলেও হুমকি দিয়েছেন।
আলে খলিফার অফিসিয়াল টুইটারে এ হুমকি দেয়া হয়। টুইটার বার্তায় তিনি বলেন, তালবাহানা করে কাতার আসন্ন পিজেসিসি’র শীর্ষ সম্মেলন পর্যন্ত সময় পাবে বলে যদি মনে করে থাকে তবে ভুল করেছে। পরিস্থিতি এ রকম থাকলে শীর্ষ সম্মেলনে বাহরাইন যোগ দেবে না বলেও জানান তিনি।
তিনি আরো দাবি করেন, পিজেসিসি’কে রক্ষা করতে হলে কাতারের সদস্যপদ স্থগিত করতে হবে। তানা হলে বাহরাইন এ সংস্থা ত্যাগ করবে বলেও টুইটার বার্তায় হুমকি দেয়া হয়।
শেখ তামিম বিন হামাদ আলে সানি এদিকে, এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশে কোনো সামরিক হস্তক্ষেপ হলে তাতে গোটা মধ্যপ্রাচ্যে গোলযোগ দেখা দেবে।
আকাশ নিউজ ডেস্ক 

























