অাকাশ জাতীয় ডেস্ক:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে মঙ্গলবার পোশাক ও উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে পোশাক ও উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা।
তিনি গ্রাম পুলিশদের উদ্দেশে বলেন, এলাকায় যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, মাদক, সন্ত্রাস-নাশকতাসহ সব ধরনের অপরাধের তথ্য তাৎক্ষণিকভাবে অবগত করতে হবে। যার যার স্থান থেকে সঠিকভাবে সৎ ও নিষ্টার সাথে কাজ করলে সমাজ থেকে অপরাধ হ্রাস পাবে।
গ্রাম পুলিশ সদস্যরা সব কাজে সহযোগিতার অঙ্গীকার করেন।
এ সময় উপজেলার নারুয়া, বালিয়াকান্দি, জঙ্গল, নবাবপুর, ইসলামপুর, জামালপুর, বহরপুর ইউনিয়নের ৬৩ জন গ্রাম পুলিশ সদস্যদের প্রত্যেককে শার্ট, প্যান্ট, টর্চ লাইট, বেতের লাঠি, বেল্ট, ছাতাসহ পোশাক ও ১৬ ধরনের উপকরণ দেয়া হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























