আকাশ জাতীয় ডেস্ক :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত ব্যবসায়ীর নাম আজমীর আলম (৫০)। তিনি গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার সোর্দি মাতুব্বর পাড়ার গ্রামের বাসিন্দা।
বুধবার সকাল ৬টার দিকে যৌনপল্লীর হাজরা বাড়ীওয়ালীর বাড়ির ভাড়াটিয়া যৌনকর্মী জুলির ঘর হতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানয়, মৃত আজমীর আলম ঢাকায় মিরপুর এলাকা থেকে দীর্ঘদিন ধরে পোশাকের জুট কাপড়ের ব্যবসা করতেন। মঙ্গলবার দিবাগত রাতে সে দৌলতদিয়া যৌনপল্লীতে হাজরা বাড়ীয়ালীর ভাড়াটিয়া যৌনকর্মী জুলির কক্ষে ওঠে। পরদিন বুধবার ভোর সাড়ে ৪টার দিকে জুলিকে সিগারেট আনার জন্য বাইরের দোকানে পাঠায়। জুলি আধা ঘন্টা পর ঘরে ফিরে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। বেশ কয়েকজন যৌনকর্মী জানায়, অতিরিক্ত মদ্যপানের কারণে আজমীর মারা গেছেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান, যৌন উত্তেজক ওষুধ খেয়ে লোকটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাদতন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















