ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

অাকাশ জাতীয় ডেস্ক:

তিন মাস পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বসছে সোমবার। রাত সাড়ে ৮টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক আহ্বান করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৈঠকে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ‘নির্বাচনকালীন সহায়ক সরকারের’ রূপরেখা প্রস্তাব, নির্বাচন কমিশনের সংলাপে দেওয়া ২০ দফা প্রস্তাব এবং সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বিএনপির আলোচনার বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা হতে পারে।

বৈঠকে সভাপতিত্ব করবেন খালেদা জিয়া। আগামীতে দলের করণীয় কী হতে পারে, সে সম্পর্কে নেতাদের কাছ থেকে মতামত চাইতে পারেন তিনি।

গত ১৫ জুলাই খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যান। ৯৪ দিন লন্ডনে থাকার পর গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে গত বুধবার খালেদা জিয়া দেশে ফেরেন। পরদিন আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন জানান। আদালত এক লাখ টাকা মুচলেকায় জামিন দেন। তবে অনুমতি ছাড়া খালেদা জিয়া দেশের বাইরে যেতে পারবেন না বলে আদালত নির্দেশ দেন। এর পর থেকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’য় বিশ্রামে আছেন।

এদিকে, খালেদা জিয়া দীর্ঘ তিন মাস সাত দিন পর সোমবার তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অফিস করবেন বলে জানিয়েছে দলীয় সূত্র। তাকে দলের নেতাকর্মী ও কার্যালয়ের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

আপডেট সময় ০১:০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

তিন মাস পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বসছে সোমবার। রাত সাড়ে ৮টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক আহ্বান করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৈঠকে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ‘নির্বাচনকালীন সহায়ক সরকারের’ রূপরেখা প্রস্তাব, নির্বাচন কমিশনের সংলাপে দেওয়া ২০ দফা প্রস্তাব এবং সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বিএনপির আলোচনার বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা হতে পারে।

বৈঠকে সভাপতিত্ব করবেন খালেদা জিয়া। আগামীতে দলের করণীয় কী হতে পারে, সে সম্পর্কে নেতাদের কাছ থেকে মতামত চাইতে পারেন তিনি।

গত ১৫ জুলাই খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যান। ৯৪ দিন লন্ডনে থাকার পর গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে গত বুধবার খালেদা জিয়া দেশে ফেরেন। পরদিন আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন জানান। আদালত এক লাখ টাকা মুচলেকায় জামিন দেন। তবে অনুমতি ছাড়া খালেদা জিয়া দেশের বাইরে যেতে পারবেন না বলে আদালত নির্দেশ দেন। এর পর থেকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’য় বিশ্রামে আছেন।

এদিকে, খালেদা জিয়া দীর্ঘ তিন মাস সাত দিন পর সোমবার তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অফিস করবেন বলে জানিয়েছে দলীয় সূত্র। তাকে দলের নেতাকর্মী ও কার্যালয়ের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন বলে জানা গেছে।