অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পর্দা কোনো চাপিয়ে দেয়ার বিষয় নয়। নারী নিজে থেকেই পর্দা করা না করার সিদ্ধান্ত নেবে। কিন্তু ভারতের হরিয়ানার রাজ্য সরকার বলছে, ঘোমটাই পরে থাকতে হবে নারীকে। কারণ এটি রাজ্যের পরিচয়।
সরকারের এমন ব্যতিক্রমী সিদ্ধান্তের প্রতিবাদ অভিনব উপায়ে জানাল হরিয়ানার এক নারী সংবাদ উপস্থাপক। টেলিভিশনে সংবাদ পড়লেন ওড়না দিয়ে পুরো মুখ আবৃত করে। পরে এই ঘটনায় হইচই পড়ে যায়। কেন এমন করা হলো? পরে সেই নারীই ব্যখ্যা করেছেন কারণ। তবে এ বিষয়ে হরিয়ানা রাজ্য সরকারের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।