অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
৫২ বছর বয়সে সর্বোচ্চ সংখ্যক বুকডাউন দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার নাগরিক কার্লটন উইলিয়াম।একটানা দুই হাজার ৬৮২ বার বুকডাউন দিয়ে আগের বিশ্বরেকর্ড ভাঙেন তিনি। আর এজন্য তিনি সময় নেন এক ঘণ্টা।এর আগে তিনি এই একই সময়ে দুই হাজার ২২০ বার বুকডাউন দিতে সক্ষম হন; যা প্রথমবার ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান।
পেশায় নির্মাণ শ্রমিক কার্লটন উইলিয়াম বলেন, ‘আমিই সেরা; এটা প্রমাণ করতেই আবারও এটা করেছি’। নিয়ম অনুযায়ী, বুকডাউন দেওয়ার সময় দুই হাত অবশ্যই মেঝেতে লাগিয়ে রাখতে হয় এবং হাতের কুনই তলের সাথে ৯০ ডিগ্রিতে রাখতে হয়। এই দীর্ঘ সময় ধরে বুকডাউন দিতে গিয়ে তিনি এসব নিয়মের ব্যত্যয় ঘটাননি।কার্লটন উইলিয়াম বুকডাউনের ভিডিওটি ইউটিউবে ছড়িয়ে পড়ার পর তার এই শারীরিক সক্ষমতা সবাইকে বিস্মিত করেছে।
ভিডিওটির নিচে একজন মন্তব্য করেছেন, ‘উইলিয়ামের মানসিক ও শারীরিক সক্ষমতা কল্পনাকেও হার মানিয়েছে।’
আকাশ নিউজ ডেস্ক 

























