অাকাশ নিউজ ডেস্ক:
নিউইয়র্ক: সমুদ্রের পাড়ে নগ্ন বিচে সময় কাটাতে যাওয়ার ইচ্ছা হতেই পারে আপনার৷ তবে সেই একই ইচ্ছা যদি এলিয়ানদের হয়! ভেবে দেখেছেন বিষয়টা কি হতে পারে৷
এমনই চমকপ্রদ তথ্য সামনে এনেছে একদল এলিয়ান রিসার্চার৷ তাদের চোখে বিষয়টি প্রথম আসে হার্লেচ ও বার্মাউথের মধ্যবর্তী স্থানে মরফা বার্ফায়েন বিচের আকাশে কিছু রহস্যজনক বস্তুকে ঘোরাফেরা করতে দেখে৷ এমনকি তাদের অত্যাধুনিক যন্ত্রপাতিতে ধরা পড়েছে মাল্টি ইউএফও নেটওয়ার্ক৷ ফলে গবেষকরা সিদ্ধান্তে এসেছেন এই নগ্ন বিচ এখন ভিনগ্রহীদের আগ্রহ তালিকার শীর্ষে রয়েছে৷ বিচের মানুষজনও জানিয়েছেন, তাদের চোখেও পড়েছে বেশ কিছু আশ্চর্যজনক আলো৷ সকাল, রাত অনেক সময়ই প্লাজমা আলো, গোল চাকতির মতো যান ঘুরতে দেখা গিয়েছে বিচের উপর দিয়ে৷
কারও চোখে পড়েছে গোল গোল ৫ থেকে ৬ টি বস্তু আকাশে ঘুরে বেড়াচ্ছে৷ তবে বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না আলো গুলি৷ পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে আলো গুলি৷ অনেকে আবার আলো গুলিকে বিমান বা কপ্টারের আলোর সঙ্গেও ভুল করেছিলেন৷ তবে ভুল ভাঙে LIS Aerial Photography সংস্থার সিইও অ্যান্ডি সালের কথায়৷ ছবি পরীক্ষা করে তিনি জানিয়েছেন, সেগুলি ভিনগ্রহীদের যান বা ইউএফও৷
আকাশ নিউজ ডেস্ক 

























