ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩ নির্বাচন বানচালে সীমান্তের ওপারে গভীর ষড়যন্ত্র চলছে: আদিলুর রহমান উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন ভারতের দালাল পাকিস্তানের দালাল, এসব বলা বাদ দিতে হবে: (এবি) পার্টির চেয়ারম্যান জামায়াত ধর্মকে ব্যবহার করছে : টুকু ঋণের বিনিময়ে যুদ্ধবিমান লেনদেনে আলোচনায় সৌদি-পাকিস্তান ‘দুষ্কৃতকারীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত’: মির্জা ফখরুল আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে আগামী ১০ বছর: তামিম ইকবাল নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে : ইইউ পর্যবেক্ষণ প্রধান ভারতীয়দের দুঃসংবাদ দিল বাংলাদেশ

যশোরে দুই বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

আকাশ জাতীয় ডেস্ক :

যশোরের মণিরামপুরে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় শিমুল হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে বুধবার বিকালে যশোর-চুকনগর সড়কের ফকিরের রাস্তা এলাকায় ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লেগে গুরুতর আহত হন শিমুল।

নিহত শিমুল মণিরামপুর উপজেলার মাছনা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ছেলে। চলতি বছর স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

মণিরামপুর থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বিল্লাল হোসেন বলেন, শিমুল আমার ভাইপো। বুধবার বিকালে প্রাইভেট পড়তে সে বাড়ি থেকে বের হয়। এরপর নিজে মোটরসাইকেল চালিয়ে দুই বন্ধুকে নিয়ে কেশবপুরের দিকে ঘুরতে যায়। তারা মণিরামপুরে ফেরার পথে ফকিররাস্তা মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে আহত হয় শিমুলসহ তার অপর দুই বন্ধু।

তিনি আরও বলেন, তাদের উদ্ধার করে স্থানীয়রা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শিমুলের দুই বন্ধু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক শিমুলকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে শিমুলকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি হাসপাতালে রাত তিনটার দিকে তার মৃত্যু হয়।

মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের কোনো খবর আমরা পাইনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩

যশোরে দুই বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

আপডেট সময় ১০:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

যশোরের মণিরামপুরে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় শিমুল হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে বুধবার বিকালে যশোর-চুকনগর সড়কের ফকিরের রাস্তা এলাকায় ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লেগে গুরুতর আহত হন শিমুল।

নিহত শিমুল মণিরামপুর উপজেলার মাছনা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ছেলে। চলতি বছর স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

মণিরামপুর থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বিল্লাল হোসেন বলেন, শিমুল আমার ভাইপো। বুধবার বিকালে প্রাইভেট পড়তে সে বাড়ি থেকে বের হয়। এরপর নিজে মোটরসাইকেল চালিয়ে দুই বন্ধুকে নিয়ে কেশবপুরের দিকে ঘুরতে যায়। তারা মণিরামপুরে ফেরার পথে ফকিররাস্তা মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে আহত হয় শিমুলসহ তার অপর দুই বন্ধু।

তিনি আরও বলেন, তাদের উদ্ধার করে স্থানীয়রা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শিমুলের দুই বন্ধু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক শিমুলকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে শিমুলকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি হাসপাতালে রাত তিনটার দিকে তার মৃত্যু হয়।

মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের কোনো খবর আমরা পাইনি।