আকাশ স্পোর্টস ডেস্ক :
গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে শেষ ওভারে ৫ রানের রোমাঞ্চকর জয় অর্জন করে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে রংপুর রাইডার্স। আজ পঞ্চম ম্যাচে সেই জয়ের স্বাদ নিয়েই মাঠে নামছে দলটি।
চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি; সর্বশেষ ম্যাচের একাদশই মাঠে দেখা যাবে।
অপরদিকে চট্টগ্রাম রয়্যালসের একাদশে এসেছে দুটি পরিবর্তন। মির্জা বেগ ও মুকিদুল ইসলামের জায়গায় আজ সুযোগ পেয়েছেন হাসান নওয়াজ ও আবু হায়দার রনি।
রংপুর রাইডার্সের একাদশ:
ডেভিড মালান, লিটন দাস, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান, আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রাকিবুল হাসান, আকিফ জাভেদ।
চট্টগ্রাম রয়্যালসের একাদশ:
নাঈম শেখ, অ্যাডাম রসিংটন, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, হাসান নওয়াজ, আসিফ আলি, শেখ মেহেদী, আমের জামাল, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, আবু হায়দার রনি।
আকাশ নিউজ ডেস্ক 
























