আকাশ স্পোর্টস ডেস্ক :
প্রিমিয়ার লিগে ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে ২-১ গোলে ম্যাচ হারে টটেনহাম। ওই ম্যাচে লাল কার্ড দেখার ঘটনায় টটেনহামের অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ।
কার্ড দেখার পর মাঠ ছাড়তে দেরি করা ও রেফারির সঙ্গে বাজে আচরণের দায়ে আরও এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে তাকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় প্রায় ৮২ লাখ টাকা।
গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত ম্যাচের শেষদিকে লিভারপুলের ডিফেন্ডার ইব্রাহিম কোনাতেকে লাথি মারার কারণ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন রোমেরো। তাতে শাস্তি হিসেবে স্বাভাবিকভাবেই পরের ম্যাচে নিষেধাজ্ঞায় ছিলেন। কিন্তু মাঠ ছাড়ার আগে রেফারির সঙ্গে আগ্রাসী আচরণ ও মাঠ ছাড়তে দেরি করায় তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন ম্যাচ রেফারি। তদন্ত শেষে গতকাল শুক্রবার তাকে শাস্তি দিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। রোমেরোও নিজের অপরাধ স্বীকার করে নেন।
এদিকে গত ২৭ ডিসেম্বরে অ্যাস্টন ভিলার বেঞ্চের দিকে বোতল নিক্ষেপের চেলসিকেও শাস্তি দিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
আকাশ নিউজ ডেস্ক 
























